স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
জাল জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ওই চারজনের মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামও।
মঙ্গলবার (২০ জুন) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে দুদকের সম্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শফিউল্লাহ আদনান।
আসামিরা হলেন, ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম সাবেক পরিচালক (প্রশাসন), সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণি নিয়োগ সংক্রান্ত কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা (বর্তমানে অবসরপ্রাপ্ত)। ডা. আ.ফ.ম. আখতার হোসেন, সাবেক উপপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
বর্তমানে উপপরিচালক, ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিসিসেস এন্ড ইউরোলজি, শের-এ- বাংলা নগর, ঢাকা। ৩. মো. হারুনুর রশিদ, সিনিয়র সহকারী শিক্ষক, খিলগাও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। ৪. অধ্যাপক মো. শওকাত আলী, চেয়ারম্যান, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অভিযোগের বিষয়ে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতির মাধ্যমে খাতা প্রণয়ন এবং অপরাধমূলক অসদাচরণ করে অফিসিয়ালি সরবরাহকৃত উত্তরপত্র বর্তমানে থাকা উত্তরপত্র দ্বারা কোনো এক পর্যায়ে প্রতিস্থাপিত করে দণ্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় অনুসন্ধান কার্যক্রম শেষে অপরাধের প্রমাণ পাওয়ায় দুদক মামলা দায়ের করে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`