রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুরু হলো ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:০৫, ১১ অক্টোবর ২০২২

১২৯৪

শুরু হলো ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব

দেশের শীর্ষস্থানীয় ৩০ টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব’I ‘দেশের টাকা দেশেই থাকুক’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব I 
 
উৎসব উপলক্ষ্যে দেশের প্রথম চেইন বুকশপ ‘পিবিএস’ (https://pbs.com.bd) দিচ্ছে ৭৯৯+ টাকার ওয়েবসাইট অর্ডারে ফ্রি ডেলিভারি, জনপ্রিয় বইসমূহে ৩০% পর্যন্ত ছাড়, নির্বাচিত বিদেশি বইসমূহে ৫০% পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় সব অফার। 

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্জনকে তুলে ধরার জন্য পঞ্চমবারের মতো আয়োজিত এই উৎসবে আরও অংশ নিচ্ছে পাঠাও ফুডস, আজকের ডিল, সেবা এক্স ওয়াই জেড, ওভাই, বাংলা শপারস, বিডি শপ, বাটা, দর্জি বাড়ি, গরিলা মুভ, রকমারি প্রভৃতি প্রতিষ্ঠান। 

এবারের উৎসবে পেমেন্ট পার্টনার থাকছে 'বিকাশ' ও ডেলিভারি পার্টনার 'ডেলিভারি টাইগার'I উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.TenTen.com.bd ঠিকানায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত