রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক রাষ্ট্রদূত ও লেখক মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট

২২:২৩, ২০ জুন ২০২২

১২১০

সাবেক রাষ্ট্রদূত ও লেখক মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

মহিউদ্দিন আহমেদ  ।। ছবি: খ ম হারূন
মহিউদ্দিন আহমেদ ।। ছবি: খ ম হারূন

সাবেক রাষ্ট্রদূত এবং লেখক মহিউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া...রাজিউন)। সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ইউরোপে পাকিস্তান দূতাবাসগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিবিদদের মধ্যে মহিউদ্দিন আহমেদ প্রথম বাঙালি কূটনীতিবিদ হিসেবে লন্ডনের পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির পদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। দেশের জন্য কূটনীতিক মহিউদ্দিন আহমদ ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সরব ছিলেন। 

লেখক হিসেবেও মহিউদ্দিন আহমেদের সুখ্যাত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত