জগন্নাথ হলে কেন্দ্রীয়ভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত
জগন্নাথ হলে কেন্দ্রীয়ভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা। ছবি-শাফাত রহমান |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এ বছর করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয়ভাবে কেবল একটি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যবার প্রতিটি বিভাগ থেকে হলের কেন্দ্রীয় খেলার মাঠে পূজা উদযাপন করা হয়। এ বছর সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য বিভাগভিত্তিক পূজা স্থগিত করে কেবল হল প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয়ভাবে পূজা উদযাপন করা হয়।
একই কারণে গতবছরও হলে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছিল। এর আগে ২০২০ সালে হলে ৬৯টি আলাদা মণ্ডপে পূজা হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) হলের কেন্দ্রীয় উপাসনালয়ে সন্ধ্যা ৭টা ০১মিনিটে প্রতিমা স্থাপন করা হয়। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ০৯টা ০১ মিনিটে পূজা আরম্ভ হয়।
এরপর ১০টা থেকে পুষ্পাঞ্জলি প্রদান শুরু করেন পুরোহিত। এ সময় হলের শিক্ষার্থী, আগত অতিথি সবাইকে মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল হাতে অঞ্জলি নিতে দেখা যায়।
এ বছর করোনার কারণে পূজার আয়োজনে কিছুটা কমতি হলেও আগত অতিথিদের যথেষ্ট ভিড় ছিল। দশটা থেকে শুরু করে একাধিক বারে সবাই অঞ্জলি গ্রহণ করেন।
সরস্বতী পূজা উপলক্ষে পুরো হলে নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে। হল প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১২টার পর থেকে প্রতিটি কক্ষে শিক্ষার্থীদের জন্য প্রসাদ পৌঁছে দেওয়া হয়।
এর আগে জগন্নাথ হল ঘুরে দেখা যায় বিভিন্ন বিভাগের পক্ষ থেকে হলে পূজার ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া অনেক বিভাগ পূজা স্থগিত রাখার ঘোষণা আসার আগেই নিমন্ত্রণপত্র ছাপিয়ে ফেলেছিল।
প্রতিবছর জগন্নাথ হলে সরস্বতী পূজা উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম হয়। রাজধানী ঢাকায় সবচেয়ে আড়ম্বরপূর্ণ সরস্বতী পূজার জন্য জগন্নাথ হল বিখ্যাত।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`