শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরীক্ষা দিতে আসা জবি ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৫১, ২২ অক্টোবর ২০২৪

৫২৫

পরীক্ষা দিতে আসা জবি ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফার্মেসি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আসিফ আহমেদ অভিকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।অভি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে আসলে আটক করে শিক্ষার্থীরা। তখন বিভাগের চেয়ারম্যান তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর প্রত্যক্ষভাবে হামলা করে অভি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রশাসনের কাছে সরবরাহ করেন তিনি, যার ফলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়। এ ছাড়া ছাত্রলীগের পদ ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান অভি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সেমিস্টার পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে।বড় ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বসে উপাচার্যের (রুটিন দায়িত্ব) সম্মতিক্রমে তাকে পুলিশের হাতে সোপর্দ করি। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছে। এখন আমরা আইনগত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত