রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমেরিকান কবি লুইস গ্লুক জিতেছেন সাহিত্যে নোবেল

সাহিত্য ডেস্ক

১৮:০৯, ৮ অক্টোবর ২০২০

আপডেট: ১৬:৩০, ৯ অক্টোবর ২০২০

১২৩৭

আমেরিকান কবি লুইস গ্লুক জিতেছেন সাহিত্যে নোবেল

আমেরিকান কবি লুইস গ্লুক জিতেছেন ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনও নারী সাহিত্যিক জয় করলেন এই পুরস্কার।

আমেরিকার সবচেয়ে খ্যাতিমান কবিদের একজন লুইস গ্লুক। স্টকহোমে সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষণায় বলা হয়, তার কবিতা ব্যক্তিসত্ত্বাকে সার্বজনীন করে তোলে। 

নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন বলছিলেন, ‘গ্লুকের কবিতা প্রাঞ্জল ও তীক্ষ্ণ কৌতুকবোধ তাতে রয়েছে।পারিবারিক জীবন, বেড়ে ওঠার চ্যালেঞ্জগুলো ফুটে ওঠে তার কবিতায়। 

নোবেল সাহিত্য পুরস্কারের ইতিহাসে ১৬তম নারী বিজেতা হলেন এই মার্কিন কবি। যুক্তরাষ্ট্রে তার আগে ২০১৬ সালে বব ডিলান এই পুরস্কার জেতেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank