শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘সূত্রধর’ এক পরাবাস্তব ভূখণ্ডের গল্প

ডেস্ক রিপোর্ট

১৭:০২, ১৬ মে ২০২১

৭১৭

‘সূত্রধর’ এক পরাবাস্তব ভূখণ্ডের গল্প

‘সূত্রধর’ এক পরাবাস্তব ভূখণ্ডের গল্প, যেখানে পায়ের নীচে মাটি নেই, মাথার উপরে আকাশটা প্রায় মাথা ছুঁয়ে থাকা কংক্রিটের জঞ্জাল, তাই মাথা উঁচু করা যায় না, সামনে-পেছনে-চারপাশে বাতাসহীন জলের বুদবুদ, সেই বুদবুদে দম হয়তো নেওয়া যায়, জীবনও হয় যাপিত; তারপরও কেউ কেউ বুঝতে পারেন এ ভূখণ্ড তারা আসলে ফেলে এসেছিলেন অনেক বছর আগে; একদিন শ্যামলে-সুন্দরে-সবুজে ঘর বেঁধেছিলেন তারা, কিন্তু ঘোড়ায় চড়ে এবং শূন্যে ভাসা বহুমুখি সেতুগুলো পেরিয়ে ফেলে আসা ও বাতিল করে দেওয়া অতীত কীভাবে কীভাবে আবার প্রত্যাবর্তন ঘটিয়ে তাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে শরীরে-মনে-মগজে ঢুকে পড়েছে; তাই এখন বধির কিংবা নৈঃশব্দকাল, কেউ অস্ত্রোপচারে কেউ অস্ত্রোপচার ছাড়াই-- পা-সকল উল্টোদিকে কিংবা পা-সব ঠিকই আছে, বরং চোখগুলো পেছনে অথবা স্বেচ্ছাঅন্ধত্ব; তারপরও হয়তো মা বলেই পাহাড়ের ওপাশে লুকিয়ে থাকা আলোর খোঁজ করেন রোজি রোজারিও, ‘সূত্রধর’ তাই শেষ পর্যন্ত এক ‘মা’র গল্প, পৌরাণিক যুগ থেকে পুনর্জন্ম নেওয়া এক মা।

প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য
(তানভীর আশিকের তোলা আলোকচিত্র ব্যবহার করে)
প্রকাশক: আবিষ্কার প্রকাশনী
দাম: ২০০ টাকা

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank