শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ত্রস্ত যমদূত ।। মোহাম্মদ শাহ আলম

১৮:২১, ৭ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:৫৫, ৭ অক্টোবর ২০২০

১১৯৮

ত্রস্ত যমদূত ।। মোহাম্মদ শাহ আলম

ত্রস্ত যমদূত 


।। মোহাম্মদ শাহ আলম ।।


স্বর্গোদ্যানে অপ্সরাদের কামার্ত একাকীত্ব 
ইতস্তত ঘোরাফেরা পুষ্পালয়ে 
সহস্র বছরের অপেক্ষা 
হাতে ফলময়-রেকাবী 
অথবা শারাবান ত্বাহরা’র হিমায়িত গ্লাস। 
অপেক্ষা, কবে ব্যস্ত হবেন! 
কবে আসবেন মর্তের সেই পূণ্যবান?  

পেরেশান যমদূত 
মর্তলোকে বড়ই তৎপর হয়ে ওঠেন তিনি 
অপ্সরাদের বিরহী-একাকিত্বের কাছে 
হেরে যায় মর্তের সব বিলাপ!  

নরকে কোনো অপ্সরা নেই
কামবোধ নেই
বিরহ নেই
একাকীত্ব নেই 
নরকের জন্য কোনো ত্রস্ততা নেই যমদূতের 
মর্তলোক ভরে যায় দাঁতাল শুয়োরে। 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank