শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হুমায়ূনহীন আট বছর

স্টাফ রিপোর্টার

১৭:৪৬, ১৯ জুলাই ২০২০

আপডেট: ১৩:৩৩, ২২ জুলাই ২০২০

৯৪৯

হুমায়ূনহীন আট বছর

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। ক্যানসারের সাথে লড়াই করে ২০১২ সালের এই দিনে মারা যান তিনি। হুমায়ূন নেই আট বছর, কিন্তু তার লেখা বই, নাটক আর চলচ্চিত্র এখনো মানুষকে সমান আকর্ষন করে। বাংলা সাহিত্যের প্রায় সব ধারাতেই সমান উজ্জ্বল হুমায়ূন আহমেদ।

১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরক’ দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সেই উপন্যাস এতোটাই আলোচনায় আসে যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর দিন যত গেছে হুমায়ূন ততোই নিজেকে জনপ্রিয়তার শিখর থেকে শিখরে নিয়ে গেছেন। উপন্যাস, ছোটগল্প, নাটক, চিত্রনাট্য, ভ্রমণকাহিনী, নাটক ও চলচ্চিত্র পরিচালনা, গীত রচনা- যেখানেই হাত দিয়েছেন তিনি, হয়েছেন চূড়ান্ত সফল। তাঁর সৃষ্টি করা চরিত্র হিমু, মিসির আলী, রূপা, বাকের ভাই অমরত্ব পেয়েছে দর্শকদের মাঝে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন নন্দিত এই কথাসাহিত্যিক। তাঁকে নিয়ে জাপানের বিখ্যাত টেলিভিশন চ্যানেল এনএইচকে নির্মাণ করেছেন দীর্ঘ তথ্যচিত্র। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের ক্ষণজন্মা লেখক হুমায়ূন আহমেদ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank