কবির চান্দ-এর কবিতা ‘নববর্ষে খৈয়ামকে স্বীকার ও অস্বীকার’
কবির চান্দ-এর কবিতা ‘নববর্ষে খৈয়ামকে স্বীকার ও অস্বীকার’
নববর্ষে খৈয়ামকে স্বীকার ও অস্বীকার
কবির চান্দ
তুমিও জানো না আমিও জানি না কী হতে চলেছে কালকে,
কান্না করো না উপভোগ করো উপস্থিত এই কালকে,
যা কিছু ঘটুক তা বলে দুষো না কেবলি তোমার ভালকে,
আজ যদি কিছু ব্যথা পেয়ে থাকো অবহেলা ছিল কালকে।
হাত দুটো আছে মাথাও রয়েছে উন্নত করো হালকে,
তালকে তিলে লাভ কিছু নেই দেখিও না তিল তালকে,
রাখাল যেজন ছড়ি ঘোরাবেই চরাবে ভেড়ার পালকে,
সুবোধেরা যেন পথ জেনে রাখে বাঁচায় পিঠের ছালকে।
সাঁতরাতে শেখো নদী সরোবর চিনে রেখো চোরা খালকে,
করতে হবে না কোষ্ঠী বিচার, জানতে হবে না ফালকে,*
স্বাগত জানাই প্রাপ্য যেটুকু দুয়ারে দাঁড়ানো সালকে,
একদিন ঘুম দিতেই তো হবে নাসিকায় তেল ঢালকে**।
[ * ফাল – ভাগ্যগণনা, ফার্সি শব্দ(ফালনামা স্মরণীয়), ** ঢালকে- ঢেলে দেওয়া, হিন্দী ভাষারীতি]
আরও পড়ুন
জনপ্রিয়
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন [পর্ব-৩] - শোকস্রোতের নীলমণি: নাট্যদিশারী আফসার আহমদ
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন, [পর্ব-২] - ভ্রমণকাহিনী: ইরানি গোলেস্তান আর ঝর্ণার গল্প
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ১৩
- রশীদ হায়দার আর নেই
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ২৪
- সিলভিয়া প্লাথের শেষ বই