বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসাদ আলম সিয়াম-এর একগুচ্ছ কবিতা

আসাদ আলম সিয়াম

১১:১৯, ১ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:৪৩, ১ জানুয়ারি ২০২১

৭৯০

আসাদ আলম সিয়াম-এর একগুচ্ছ কবিতা

জানালা

সাদা কালো, অথবা কালো সাদা
আলো আঁধার, বা আঁধারের আলো - 
এইসব আনজিপ করতে করতে দূরে ফ্রোজেন লং শট:
কতদিন কেউ খোলেনি বলে জানালার
দুটো কপাট কেঁদে চলে একটানা, আর
পরের ঝড়ে ঠিক উড়ে যাবে বলে প্ল্যান করে।

বনলতা সেন

বনলতা সেন,
টেক্সট ম্যাসেজে জানালেন,
দেরী হবে – 
জ্যামে আটকে গ্যাছেন।

দুপুর

ব্লাকবোর্ডে ওড়ে সাদা বকপাখী
স্মৃতির পরিধিতে ঝুলে থাকে কোন চোখ,
বাঘের মতো চুপিসারে হঠাৎ
দুপুরের ঘাড়ে লাফিয়ে পড়ে নৈঃশব্দ
তোমার প্লাস্টিক ঠোঁটে লিপস্টিক হাসি
চলো এখন তাহলে ভালোবাসা ভালোবাসা খেলি।

জীবন

এক এক করে অনুভূতি সব
খুঁদকুড়োর মতো রাখছি বিছিয়ে কলাপাতায়,
যেন অনেক দূরের কাকেরাও আজ টের পেয়ে যায়,
এ বারান্দায়,
আজ বিছানো এক মানুষের জীবন লিপি,
পোহাচ্ছে রোদ, বিনা পাহারায়!

নাগরিক

ইচ্ছে ছিলো দু;খটুঃখগুলো খাবো সব তাড়িয়ে তাড়িয়ে,
ছোটবেলার মিনুদি যেমন খেতো চালতার আচার,
তা আর হলো কই? দুঃখও এ শহরে ফাস্টফুড হয়ে গ্যাছে,
এক দামে তার কম্বি প্যাকেজ। অথচ দুঃখ ব্যাপারটা বেশ
জরুরী, বলি কি সুখের চাইতেও বেশী, কেননা সেখানে সাঁতরে
এলেই বুঝি, জীবন বলে একটা ব্যাপার আছে, আর নয়তো
সবি দশটা-পাঁচটা, কানামাছি ভোঁ ভোঁ, যাকে খুশী তাকে ছোঁ।

আগুন্তক

আবার যদি ফিরে যেতে কোনদিন,
দেখতে -
দু’টো বেঞ্চ বসে আছে পাশাপাশি
আরো কারো বসবার অপেক্ষায়,
দু’টো লাইটপোস্ট যদিও দাঁড়িয়ে দূরত্বে -
তবু কেউ হেঁটে গেলে
দপ করে জ্বলে উঠে জানায়
তাদের নিভৃতের দখল নিয়েছে আগুন্তক।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank