শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় মারা গেলেন কবি ও প্রাবন্ধিক মনজুরে মাওলা

সাহিত্য ডেস্ক

১৪:৩০, ২০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৩:৪৬, ২৬ ডিসেম্বর ২০২০

৭৯৯

করোনায় মারা গেলেন কবি ও প্রাবন্ধিক মনজুরে মাওলা

কবি ও প্রাবন্ধিক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। 

করোনাক্রান্ত হয়ে গেলো  ৫ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মনজুরে মাওলা।

পেশাগত জীবনে সরকারি প্রশাসনের সচিব সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মনজুরে মওলা। ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালকও। ভাষা শহীদ গ্রন্থমালার ১০১টি বই বাংলা একাডেমিতে তাঁর অসামান্য কীর্তি। 

নানাবিধ বিষয় নিয়ে লেখালেখি করেছেন মনজুরে মাওলা। সম্পাদনা করেছেন ‘শ্রবাণ’ নামের একটি সাহিত্যপত্রও।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank