রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসাদ আলম সিয়াম-এর কবিতা

১২:৪৯, ১৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১২:৫১, ১৫ এপ্রিল ২০২৪

৬৯২

আসাদ আলম সিয়াম-এর কবিতা

পর্যটন 

ওখানে নেমে তবে ওরা ভাবলো প্রজাপতির কথা, আমরাও অবশ্য সে রঙে মশগুল, নেশায় রঙিন, সে অবশ্য কিশোর বয়স থেকেই, উদ্বাহু প্রেমে উদ্বাস্তু,  
একদম ঘরছাড়া, পিছুটানহীন -

এ রকম এক একটা পর্যটনে ঘাই মারে তোমার কণ্ঠস্বর, তুমি নেমে যাচ্ছ পাহাড়ের ঢাল বেয়ে, 
সেনাবাহিনীর মহড়া শেষে এক ফাইলে যেমন, তোমার স্থাবক আর গুণমুগ্ধর দল তেমনি তোমার পিছে পিছে কুচকাওয়াজ,  তুমি বলছো চেঁচিয়ে আবার ফিরে আসবে, পাহাড় থেকে পাহাড় ঘুরে ফিরছে তোমার তৃষ্ণার্ত চিৎকার, তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার প্রতিশ্রুতি- ফিরে আসবো... ফিরে আসবো... ফিরে আসবো...

পাহাড় ছাড়া প্রেমিকদলের মন খারাপ, সেই দূরের দিনে কোথায় তারা? তারাও কি আসবে ফিরে এই ঝরা পাতার দিনে 

কোথায় কে জানি ফ্রেমবন্দী করে রাখছে দৃশ্যটা, এও হয়তো একটা কবিতার ভ্রূণ, আবার পাহাড়ে এলেই তার কানে বাজবে... ফিরে আসবো... ফিরে আসবো... প্রজাপতির পাখায় পাখায় তুমুল রঙের নাচ, তা আর তার ভুলবার সুযোগ কই? 

এইতো নেশা এক আমাদের... পাহাড়ে ভ্রমণ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank