জেরি লেবার এওয়ার্ড পেলো জাগৃতি প্রকাশনী
জেরি লেবার এওয়ার্ড পেলো জাগৃতি প্রকাশনী
প্রকাশনা জগতের সম্মানজনক পুরস্কার ‘জেরি লেবার এওয়ার্ড’ এ ভূষিত হয়েছে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা জাগৃতি। আমেরিকার প্রকাশনা সংস্থাগুলোর সংগঠন দ্য এসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি) প্রতিবছর বিশ্বের একটি প্রকশনা সংস্থাকে (আমেরিকার বাইরের) এই পুরস্কার দিয়ে থাকে।
প্রকাশনার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য মূলত এই পুরস্কার দেওয়া হয়। এ বছর জাগৃতিকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে সংস্থাটি।
দ্য এসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি) এর প্রেসিডেন্ট মারিয়া এ প্লান্তি আজ এই ঘোষণা দেন। সংগঠনটি এক বার্তায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক রাজিয়া রহমান জলিকে অভিনন্দনও জানিয়েছে।
উল্লেখ্য মুক্তচিন্তার বই প্রকাশের কারণে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে ২০১৫ সালের ৩১ অক্টোবর কুপিয়ে হত্যা করে একদল উগ্র ধর্মান্ধ।
আরও পড়ুন
জনপ্রিয়
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন [পর্ব-৩] - শোকস্রোতের নীলমণি: নাট্যদিশারী আফসার আহমদ
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন, [পর্ব-২] - ভ্রমণকাহিনী: ইরানি গোলেস্তান আর ঝর্ণার গল্প
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ১৩
- রশীদ হায়দার আর নেই
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ২৪
- সিলভিয়া প্লাথের শেষ বই