শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুস্তাফা খালিদ পলাশ-এর দুটি কবিতা

১২:২৭, ১৪ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:২৯, ১৪ ডিসেম্বর ২০২০

৮৮৬

মুস্তাফা খালিদ পলাশ-এর দুটি কবিতা

অলিক শোধন

এক অচেনা শহর, অচেনা প্রান্তর,
সকাল-দুপুরের গায়ে সন্ধ্যা নামে।
প্রতিদিনের শব্দগুলো বদলে যায়
নির্বাক ফেরারি পাখিদের ডাকে।
রাস্তায় ল্যাম্পপোস্টের বাড়াবাড়ি,
শতশত ক্ষুধার্ত কুকুরের চিৎকার,
আঁধারের ক্যানভাসে তীব্র দাগ।
দাম্ভিক বৃক্ষের পত্রপল্লবে সুর
ভোর-বাতাসে বাজায় নতুন ভৈরবী। 
সেই আলোতেই মহাজাগতিক লয়
পুনরাবৃত্তি করে বিশ্ববলয়ের রেখা।  

বন্দিত্বে পালটে যাওয়া চারিধার
ক্যাকাফনিহীন এক পরাবাস্তবতা। 
মনুষত্বহীনতার উলম্ব এপিটাফ
প্রেমের কফিনে গাড়ছে পেড়েক।
অদিমতার ফাঁদে বন্দি অধুনা
প্রাণপণে মাতে অলিক শোধনে।

 

ফানুস

কোথাও কেও নেই শুধুই নিস্তব্ধতা
নির্জন অরণ্যে একাকী দাড়িয়ে
আকাশের কাছে প্রশ্ন
এ কি শুধুই মোহ?
সময়ের কোণায় কোণায়
শুধুই আঁড়ি পাতা দুখঃভার 
কিভাবে বয়ে বেড়াই। 
তার চেয়ে বরং
লোবানের মতো গন্ধ হয়ে উড়ে যাই...
মুক্ত করে বন্ধন ফানুসের মতন। 
যে ফানুস উড়ে যায়
সে ফানুস ফিরে আসে না
যদিও বা ফেরে
ফেরে  শুধুই  অংগার হয়ে
এক অর্থহীন ভালবাসার মত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank