মুক্তিকামী মানুষের জয়ের আহ্বানে ‘হরবোলা’র ‘যুদ্ধ জয়ের কবিতা’
মুক্তিকামী মানুষের জয়ের আহ্বানে ‘হরবোলা’র ‘যুদ্ধ জয়ের কবিতা’
'যুদ্ধজয়ের কবিতা' শিরোনামে শুক্রবার রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো আবৃত্তি সংগঠন 'হরবোলা'র আবৃত্তি সন্ধ্যা।
২৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া অনুষ্ঠানে 'হরবোলা'র সদস্যরা ছাড়াও ঢাকার বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে স্থান পায় মুক্তিযুদ্ধ এবং বাঙালির বীরত্বের ইতিহাস সমৃদ্ধ কবিতা।
অনুষ্ঠানে শিল্পীরা নিজ নিজ আবৃত্তি পরিবেশনের পাশাপাশি সারাবিশ্বের শান্তি কামনা করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের উপর গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা।
এ আয়োজনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব, বরেণ্য আবৃত্তিশিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা জাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন দেওয়ান সাঈদুল হাসান, রফিকুল ইসলাম, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাসুদুজ্জামান, আশরাফুল হাসান বাবু, উৎপলা ভট্টাচার্য্য ও মিসবাহিল মোকার রাবিন।
হরবোলার সদস্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন সংগঠনটির পরিচালক মজুমদার বিপ্লব, মিজানুর রহমান শাহিন, জোবায়দা লাবনী, সাবিহা ফেরদৌসি শর্মী, জান্নাতুল ফেরদৌস মুক্তা, আরিফা লায়লা সোনিয়া, রুকাইয়া জহির, আল ইমরান, সাইফুল মোহাম্মদ, আশেকুল ইসলাম।
আরও পড়ুন
জনপ্রিয়
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন [পর্ব-৩] - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন, [পর্ব-২] - শোকস্রোতের নীলমণি: নাট্যদিশারী আফসার আহমদ
- ভ্রমণকাহিনী: ইরানি গোলেস্তান আর ঝর্ণার গল্প
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ১৩
- রশীদ হায়দার আর নেই
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ২৪
- সিলভিয়া প্লাথের শেষ বই