মোস্তফা কামালের ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘১৯৭৫’
মোস্তফা কামালের ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘১৯৭৫’
বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামালের ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘১৯৭৫’।
উনিশ’শ পঁচাত্তর, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক বছর। হত্যা করা হয় বাঙালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নির্মম-পৈশাচিক এ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? কারা ছিল এর নেপথ্যে? শুধুই কি কিছু বিপথগামী সেনাসদস্য, নাকি উচ্চাভিলাষী কেউ জড়িত ছিল? এটা কি শুধুই একটি হত্যাকাণ্ড; নাকি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ? কী ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত কিংবা পাকিস্তানের? চীন-সৌদি আরব কি ছিল কেবলই নীরব দর্শক? পঁয়তাল্লিশ বছর পরও এসব প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। আজও মানুষ খুঁজে ফেরে সেই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য।
‘১৯৭৫’ উপন্যাসে সেই রহস্যই উন্মোচিত হয়েছে।
‘১৯৭৫’ সম্পর্কে লেখক মোস্তফা কামাল বলেন, এটি একটি ইতিহাস-আশ্রয়ী উপন্যাস। এর সময়কাল ১৯৭২ থেকে ১৯৭৫। এটি লেখার জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। শত শত বই এবং সেই সময়কালের পত্র পত্রিকা পড়তে হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আরো কয়েকটি উপন্যাস লেখা হয়েছে। কিন্তু তাতে বঙ্গবন্ধুর শাসনকাল এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এমনকি হত্যাকাণ্ড নিয়ে লেখকের বিশেষ কোন অনুসন্ধান নেই। আমি কাউকে ছোট করছি না। শুধুমাত্র আবেগ দিয়ে ইতিহাস-আশ্রয়ী উপন্যাস লেখার পক্ষপাতি আমি নই। আমি এর গভীরে ঢোকার চেষ্টা করেছি। আমি রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রীয় পর্যায়ে উপর থেকে দেখার চেষ্টা করেছি। নেতারাই আমার উপন্যাসের এক একটি চরিত্র। আমি মনে করি অন্য উপন্যাসগুলোর চেয়ে অবশ্যই এটি আলাদা হবে।
‘১৯৭৫’ বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।
আরও পড়ুন
জনপ্রিয়
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন [পর্ব-৩] - শোকস্রোতের নীলমণি: নাট্যদিশারী আফসার আহমদ
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন, [পর্ব-২] - ভ্রমণকাহিনী: ইরানি গোলেস্তান আর ঝর্ণার গল্প
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ১৩
- রশীদ হায়দার আর নেই
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ২৪
- সিলভিয়া প্লাথের শেষ বই