শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আদিত্য কবিরের জন্য ‌‘আদিত্যকৃতি’

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪৭, ১১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৭:৪০, ১১ ডিসেম্বর ২০২০

৮৯০

আদিত্য কবিরের জন্য ‌‘আদিত্যকৃতি’

একদিন এক বিদেশি বন্ধু কথায় কথায় আদিত্যর কাছে জানতে চাইল, তুমি কি কর? প্রশ্নটা শুনে আদিত্য কবির নিজেও একটু থমকে গিয়ে নিজেকেই প্রশ্ন করলেন, তাই তো, কি করি আমি? আমার তো মনে হয়, আমি যখন যেটি করার কথা, তখন শুধু সেটাই করি! 
ঠিক তাই!
আদিত্যকে কখনও কেউ একটি ছড়া লিখে দিতে বললে, তাকে একটি ছড়া লিখে দিয়েছেন, কেউ কবিতা চাইলে কবিতা দিয়েছেন, কেউ গল্প চাইলে গল্প লিখে দিয়েছেন। প্রস্তাবনা, প্রতিবেদন, ভাষণ- যখনই কেউ তাকে যে কোনো একটি কাজ করে দিতে বলেছেন, তিনি অনায়াসে তা করে দিয়েছেন। 

আজ, তাকে আর খুঁজে পাওয়া যাবেনা এই শহরে, এই দেশে, এই ভুবনে। সদ্য প্রয়াত কবি আদিত্য কবিরের বন্ধুরা তাই তার করা কাজগুলোকে খুঁজে বেড়াচ্ছেন। খুলেছেন আদিত্যকৃতি নামে একটি পাতা।

আদিত্য কবিরের যেকোনো কাজের যে কোনো ধরনের নমুনা, হোক তা কোনো ছোটোগল্প, গল্প, বা কবিতা, কোনো প্রতিবেদন, কিংবা নিবন্ধ, ছড়া কিংবা সম্পাদকীয়, কিংবা শুধুই একটি চিরকুট- কারও কাছে যদি থেকে থাকে ‘আদিত্যকৃতি’র কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। সেসব সংরক্ষণ ও সংকলন-এর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠানোর ঠিকানা

Email ID : [email protected]
Cell : +8801711472367

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank