দেশ রূপান্তরে ‘সিটি ব্যাংক নিবেদিত মেলার মাঠে মুখোমুখি’
দেশ রূপান্তরে ‘সিটি ব্যাংক নিবেদিত মেলার মাঠে মুখোমুখি’
চলছে অমর একুশে বইমেলা। মেলার বাছাইকৃত বই এবং গুরুত্বপূর্ণ লেখকদের মেলার মাঠে ধারণকৃত সাক্ষাৎকার নিয়ে দেশ রূপান্তরে শুরু হচ্ছে সিটি ব্যাংক নিবেদিত মেলার মাঠে মুখোমুখি। এই আয়োজন উপস্থাপনা করবেন দৈনিক দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস এন্ড ব্র্যান্ডিং এবং দেশ রূপান্তরের সাহিত্য সাময়িকী ধ্রুপদি’র সম্পাদক কবি শিমুল সালাহ্উদ্দিন। আয়োজনে থাকবে মেলার গুরুত্বপূর্ণ ৬০ টি বইয়ের ৬০ জন লেখকের সাথে অন্তরঙ্গ আলাপচারিতা।
১২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ১১.৩০, বিকেল ৪.০০টা, সন্ধ্যা ৭.০০টা এবং রাত ১০.৩০ এ দেশ রূপান্তরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে লেখকদের নিয়ে এই আয়োজন।
আয়োজনটি নিয়ে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, ‘এই আয়োজন দেখে আমাদের গুরুত্বপূর্ণ লেখক বুদ্ধিজীবীদের চিন্তা ও কাজ বুঝতে পারবেন পাঠকরা। একই সাথে আমাদের পাঠাভ্যাস বাড়াতে, রুচি নির্মাণ করতে এমন আয়োজন ভুমিকা রাখতে পারে বলে আমি মনে করি’।
কবি ও কথাসাহিত্যিক, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাসরুর আরেফিন এই আয়োজনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ বইয়ের গুরুত্বপূর্ণ লেখকরা এই আয়োজনে তাদের কথা যেমন বলবেন তেমনি বলবেন তরুণ প্রতিশ্রুতিশীল লেখকরা। আমার আনন্দ এই যে সিটি ব্যাংক একটা শিল্পসাহিত্যের দারুণ ভালো কাজের সঙ্গে থাকছে, শিমুলের স্বতস্ফূর্ত ইন্টারভিউও আমার খুব পছন্দের’।
মেলার মাঠে মুখোমুখি নিয়ে সিটি ব্যাংকের হেড অফ ব্র্যান্ড এন্ড কর্পোরেট এফেয়ার্স শাহরিয়ার জামিল খান বলেন, 'বইমেলা আমাদের প্রাণের মেলা, সেই মেলার আসল কাজটি করেন লেখক সাহিত্যিক গবেষকরা, তাঁরা লেখেন, তাদের না বলা কথা বের করে আনতে শিমুল ভাইয়ের তুলনা নাই, আমাদের সাথে ইন্তারভিউ উইথ শিমুল সালাহ্উদ্দিনেও বড় বড় সাক্ষাৎকারে তিনি সেটি করেছেন, আমি নিশ্চিত এবারও দারুণ কিছু হবে। মেলার মাঠে মুখোমুখির জন্য আমাদের অজস্র শুভকামনা'।
এই আয়োজনের জন্য লোগো করেছেন বিশিষ্ট শিল্পী সেলিম হোসেন সাজু। আয়োজনটি প্রযোজনা করছে জলেশ্বরী প্রোডাকশনস। আয়োজনের ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে কাজ করছেন সাইফুল ইসলাম। ভিডিও সম্পাদনা করছেন মোহাম্মদ আকাশ। পুরো আয়োজনের এক্সিকিউটিভ প্রডিউসার ও ডিরেক্টর হিসেবে কাজ করছেন মারজানা সাফাত। আয়োজনটি কবি শিমুল সালাহ্উদ্দিনের ফেসবুক পেইজসমূহ থেকেও প্রচারিত হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন [পর্ব-৩] - শোকস্রোতের নীলমণি: নাট্যদিশারী আফসার আহমদ
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন, [পর্ব-২] - ভ্রমণকাহিনী: ইরানি গোলেস্তান আর ঝর্ণার গল্প
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ১৩
- রশীদ হায়দার আর নেই
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ২৪
- সিলভিয়া প্লাথের শেষ বই