শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন চিত্র প্রদর্শনী

সাহিত্য ডেস্ক

১৭:১৭, ১০ আগস্ট ২০২০

আপডেট: ১৭:২২, ১০ আগস্ট ২০২০

১০০৬

এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন চিত্র প্রদর্শনী

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী ১০ আগস্ট। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য শিল্পীদের নিয়ে আন্তর্জাতিকভাবে দেশের ইতিহাসে প্রথম মাসব্যাপী অনলাইন চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ১০ আগস্ট ২০২০ হতে ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।

প্রদর্শনীতে বিশ্বের ১৩ টি দেশের শিশু, তরুণ ও প্রবীণ খ্যাতনামা ৬০৫ জন শিল্পী অংশগ্রহণ করছেন। এছাড়াও, দেশ-বিদেশের ১৭ জন শিল্পী তাদের পরিবেশনা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদর্শন করবেন।

বিভিন্ন শিল্পীসহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সাহিত্যিক,গবেষক আলোচকরা এসএম সুলতানের ৯৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনায় অংশ নেবেন।

উপমহাদেশের বিখ্যাত ভারতীয় প্রবীণ ভাস্কর-চিত্রশিল্পী শ্রী তারক গড়াই ভার্চুয়াল প্রদর্শনীতে অংশ নিয়ে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে।

www.smsultan.org অনলাইন প্লাটফর্ম এই ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank