শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কবি আবুল হাসানের জন্মদিন আজ

০৭:৫০, ৪ আগস্ট ২০২০

আপডেট: ১৩:৫৩, ১১ আগস্ট ২০২০

৯৭০

কবি আবুল হাসানের জন্মদিন আজ

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আবুল হাসান-এর জন্মদিন আজ। মাত্র ২৮ বছরে প্রয়াত হওয়া এই কবি ১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন।

মাত্র এক দশকের কাব্যসাধনায় আবুল হাসান আধুনিক বাংলা কবিতার ইতিহাসে অনস্বীকার্য জায়গা দখল করে আছেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। ১৯৭০ সালের এশীয় কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম হন।

মাত্র ২৮ বছর বয়সে যে বছর কবিতায় তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ সে বছরই মারা যান অমিত সম্ভাবনাময় এই কবি। পরে ১৯৮২ সালে তাকে মরনোত্তর একুশে পদক দেওয়া হয়।

আবুল হাসানের উলে­খযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে- রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক, আকাঙ্খা, নিঃসঙ্গতা, আমার হবেনা আমি বুঝে গেছি, প্রশ্ন, প্রেমিকের প্রতিদ্বন্দী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank