শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কবিতা । আহসান কবির । প্রেম আজ‌ও এক অন্ধ সানাই

১৯:২৩, ৪ নভেম্বর ২০২০

আপডেট: ২১:২৭, ৪ নভেম্বর ২০২০

৯৮১

কবিতা । আহসান কবির । প্রেম আজ‌ও এক অন্ধ সানাই


আহসান কবির-এর কবিতা 

প্রেম আজ‌ও এক অন্ধ সানাই

 

এক.
আকাশ পড়তে চাই.. 
বর্ণমালা ভাসমান মেঘ?
উঠোনে বৃষ্টি এলে পড়ে নিও 
পথহারা বিনাশী আবেগ

প্রেমের কোন বর্ণমালা নেই!
অ্যাসট্রেতে উপচে পরে আগুন অক্ষরের ছাই 
হৃদয় পোড়া আগুন তোলে বহুমাত্রিক ধূণ
প্রেম আজও এক অন্ধ সানাই !

 

দুই.
মন ব্যাংকে 'নগদ জমা'র 
লাইনটা অনেক বড় 
জানিনা কার মনটা তুমি 
'নগদ গ্রহণ' করো!
 


তিন.
বাইরে সুন্দর। ভেতরে খারাপ? 
কবর বাঁধাতে চাই 
ভালোবেসে নিয়ে যেও মাপ!
 


চার.
গোয়ালখালিটা খুব দূরে নয় একটা বালিশ দূর! 
বুকের ভেতর আজও জেগে ওঠে স্মৃতির খালিশপুর 
নিয়মিত আর সাইরেন বাজে না
তবু ভৈরব বয়ে যায় 
যে দড়ি বানায় নিঃস্ব শ্রমিক 
সেই দড়ি ফাঁস চায়?

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank