শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমাদের ময়মনসিং ।। আসাদ আলম সিয়াম

২২:৪২, ১৪ জানুয়ারি ২০২২

৯০৩

আমাদের ময়মনসিং ।। আসাদ আলম সিয়াম

বাস স্টেশনে নেমে ইমতিয়াজ শেরপুরের বাস
ধরে ফের, তার বাড়ী ফেরা এখনো বাকী,
আমিই কি ফিরেছি নীড়ে?

কৃষ্ণা কেবিনে আমি আর মা মনি-
ছুটি শেষ হবার আগে শেষবার রসমালাই,
ব্যস্ত সড়কে আমাদের পাহারা দেয় মাতৃ্ত্ব।

গনিতের গুপ্ত রহস্য ভেদ করে দেন তুষার স্যার,
আমি চলে গেলে তবে মেয়েদের ব্যাচ
বারান্দায় জমছে বিন্দু বিন্দু বালিকাবোধ।

সুনসান গ্রীষ্ম দুপুরে ব্রহ্মপুত্র পাড়, এসফল্টের
ঠোঁটে অপটু পায়ে উঠে আসে আনাড়ী প্যাডেল,
পুলিশ পাহারায় দেয়ালের ওপাশে কার মেয়ে?

মাহবুব ভালো ছেলে, টিউটর লাগেনা,
দিনা ভালো গানও গায়, রেওয়াজ রোজ সকালে,
এবারো জেলা স্কুলে দশখানা স্ট্যান্ড - ফ্রন্ট পেজ!

কলাগাছ নিয়ে পুকুরে মারমেইড, ও বাড়ী থেকে
সকালে আসে গলা খিচুড়ি, আরিফের মার হাতে যাদু;
মুমিনুন্নেসার ধবল ড্রেসে মেঘের অপার বিস্ময়।

রাজবাড়ীতেই ফোঁটে শুধু নাগকেশর,
মার্বেল ঘাটে প্রতি পূর্ণিমায় ফিরে আসে অসুখী রানী,
শশীকান্তও হারায় ঘর, ফেরা তারো হয় নাই।

আহা, আমাদের ম-ময়-মন-সিং!

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank