বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার করোনাক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাড়িতেই আইসোলেশনে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৫১, ১১ জানুয়ারি ২০২২

৫৬৫

এবার করোনাক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাড়িতেই আইসোলেশনে

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অমিক্রনের দাপটে ভারতে করোনায় আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার আক্রান্ত হয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত ২ জানুয়ারি ভারতের মালদহে বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শীর্ষেন্দু। সেখান থেকে বাড়ি ফেরার পর সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। মঙ্গলবার (১১ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, আপাতত শরীরে ক্লান্তি ও দুর্বলতা রয়েছে। খাবারের স্বাদও পাচ্ছেন না।

নতুন বছরে কলকাতায় বিনোদন ও সাহিত্য জগতের একের পর এক তারকা কোভিডের কবলে পড়ছেন। কবি শ্রীজাতও এরই মধ্যে পজিটিভ হয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকেই ভাইরাসে সংক্রমিত। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন লতা মঙ্গেশকার।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank