শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী 

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৫২, ২৮ আগস্ট ২০২১

৯৭৩

চলে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী 

বুলবুল চৌধুরী
বুলবুল চৌধুরী

খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গেলো এক বছর ধরে বুলবুল চৌধুরী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- (ছোট গল্পগ্রন্থ) টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। (উপন্যাস) অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank