রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্বস্তি এড়ানোর ৭ বুদ্ধি

লাইফস্টাইল ডেস্ক

১৬:২৭, ২৬ অক্টোবর ২০২০

১৫৩৪

অস্বস্তি এড়ানোর ৭ বুদ্ধি

কাজের ব্যস্ততায় বা সময়ের অভাবে অনেক সময় আমাদের ঘর গোছানোর সুযোগ হয়ে উঠে না। আর এমন সময়ে যদি ঘরে অতিথি এসে উপস্থিত হয়, তাহলে অস্বস্তির আর অন্ত থাকে না।

এমন পরিস্থিতি এড়াতে সহজ কিছু বিষয় আপনাকে অস্বস্তির হাত থেকে বাঁচাতে পারে। সেরকম কয়েকটি টিপস।


যেসব জায়গায় অতিথিরা সময় কাটাবে সেখানে মনোযোগ দিন
আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আগে কোন কোন জায়গায় অতিথিরা সময় কাটাবেন সেসব জায়গা নির্ধারণ করে ফেলুন। যেমন লিভিং রুম, রান্নাঘর, বাথরুম ইত্যাদি। এবার সে অনুযায়ী কাজ করা শুরু করুন।


পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করুন
ঘরে কোনো দুর্গন্ধ থাকলে বা কোনো বদ্ধকক্ষ থাকলে জানালা খুলে দিন। বাতাস চলাচল করলে তা দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। আর পর্যাপ্ত বাতাস চলাচল থাকলে মেহমান আর ঘরের মানুষজন দুপক্ষই আরো ভালো বোধ করবেন।

গুছিয়ে ফেলুন অগোছালো জিনিসপত্র
অগোছালো বা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র বা যেসব জিনিসের কারণে আপনার ঘর দেখতে আগোছালো মনে হয়, সেসব জিনিসগুলো দ্রুতই গুছিয়ে নিজ নিজ জায়গায় রেখে দিন। সময় কম থাকলে তা কোনো বক্স বা ঝুড়িতেও ভরে রাখতে পারেন।

বাথরুমকে জীবাণুমুক্ত করুন
অতিথি আসলে তারা বাথরুম ব্যবহার করবেন সেটাই স্বাভাবিক। তাই বাথরুম দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিন। সেই সাথে সাবান আছে নাকি নিশ্চিত হয়ে নিন। বেসিনটাও পরিষ্কার করে রাখুন।

আপনার যদি পোষা প্রাণী থাকে 
আপনার যদি বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণী থাকে তাহলে এ ব্যাপারেও সচেতন হতে হবে আপনাকে। বিশেষ করে সোফা বা অন্যান্য বসার স্থানে যাতে আপনার পোষা প্রাণীর কোনো পশম লেগে না থাকে সে ব্যাপারে যথেষ্ট মনোযোগী হতে হবে।

দাগ বা ধূলোবালিকে বিদায় জানান
টি-টেবিল, গাঢ় রঙের আসবাবপত্র বা টেলিভিশনের স্ক্রিন টিস্যু বা কোনো কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন। তাহলে কোনো ধূলোবালি বা ময়লা আর থাকবে না।

সুগন্ধি ব্যবহার করুন
অতিথিদেরকে আরো ভালো পরিবেশ উপভোগ করতে তাদের জন্য সুগন্ধি ব্যবহার করতে পারেন। এয়ার ফ্রেশনার বা অন্য কোনো সুগন্ধিও ব্যবহার করতে পারেন, তাতে আপনার অতিথিরা আরো রিল্যাক্সড ও স্বস্তি বোধ করবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank