রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আঁটোসাঁটো টাই, ক্ষতিকর তাই

লাইফস্টাইল ডেস্ক

১৩:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

১১০৭

আঁটোসাঁটো টাই, ক্ষতিকর তাই

টাই- কারও প্রয়োজনে প্রতিদিন পরতে হয় আর কেউ শখেই পরেন। কিন্তু প্রয়োজনে হোক কিংবা শখেই হোক- টাই পরা স্বাস্থ্যের জন্য মোটেই ভাল না বলে মত উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

জার্মানির ‘ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার শেলসউইগ হোলস্টেন’-এর কয়েক জন গবেষক তাদের এ সংক্রান্ত গবেষণাপত্রে দাবি করেছেন, নিয়মিত টাই পরার অভ্যাস শরীরে নানা রকম সমস্যা ডেকে আনতে পারে। 

কারণ হিসেবে তারা বলছেন, টাই পরলে গলা দিয়ে রক্ত চলাচল বিঘ্নিত হয়। আর তার প্রভাব পড়ে মস্তিষ্কে। এর ফলে আরও কী কী শারীরিক সমস্যা হতে পারে তার তালিকাও দিয়েছেন গবেষকরা।

• নিয়মিত টাই পরলে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়। পরিসংখ্যান বলছে, যারা দিনের মাথায় আট ঘণ্টা বা তার বেশি সময় টাই পরে থাকেন, তাদের মস্তিষ্কে রক্ত চলাচলের হার ৭.৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে মস্তিষ্ক থেকে দূষিত রক্ত দ্রুত শরীরের অন্যত্র প্রবাহিত হতে পারে না। তাতে মস্তিষ্কের কার্যক্ষমতা ধীর হয়ে যায়।

• যারা ধূমপান করেন বা যাদের বয়স ৬০-এর উপরে তাদের ক্ষেত্রে টাই পরলে ক্ষতির আশঙ্কা বেশি। তাদের মস্তিষ্কে কোষের মৃত্যুর হার অন্যদের তুলনায় বেড়ে যায় টাই পরার কারণে।

• গবেষকদের দাবি, নিয়মিত আঁটসাঁট করে টাই পরলে চোখেও চাপ পড়ে। তাতে গ্লকোমার আশঙ্কা বাড়ে।

• আঁটোসাঁটো করে টাই পরলে রক্তচাপ বৃদ্ধির আশঙ্কাও থাকে। তাতে হৃদ্‌রোগ বা অন্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

যদিও গবেষকরা বলছেন, যারা খুব আঁটোসাঁটো করে টাই পরেন, তাদেরই এই সমস্যাগুলি বেশি মাত্রায় হয়। ঢিলে করে টাই পরলে ততটাও সমস্যা হয় না। যদিও অধিকাংশ সময়েই কাজের প্রয়োজনে টাই পরতে হলে বেশির ভাগ মানুষই বেশ আঁটোসাঁটো করেই টাই পরেন। এর ফলেই বিপদের আশঙ্কা বাড়ে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank