রূপা কিনুন হলমার্ক দেখে
রূপা কিনুন হলমার্ক দেখে
এখন থেকে সোনার মতো হলমার্ক চিহ্নযুক্ত (কেডিএম) রূপা বিক্রি করবে বাংলাদেশের গহনা ব্যবসায়ীরা। ক্রেতারা যাতে প্রতারিত না হন সেজন্য প্রথমবারের মতো দেশে মান নির্ধারিত রূপার গহনা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।
গত শনিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় স্বর্ণের মতো রৌপ্যের মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেন- এতদিন দেশে মান নির্ধারিত কোনো রূপার অলংকার বিক্রি হতো না। তাই ক্রেতারা টাকা খরচ করে কী মানের রূপার গহনা কিনছেন, তা তারা বুঝতে পারতেন না। এখন থেকে আর এই সমস্যা থাকবেনা।
মান নির্ধারণের পাশাপাশি বিভিন্ন মানের রূপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। সোমবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপার গহনা বিক্রি হবে এক হাজার ৫১৬ টাকায় । ২১ ক্যারেটের রূপার অলংকার বিক্রি হবে এক হাজার ৪৩৫ টাকায়। ১৮ ক্যারেটের ভরি বিক্রি হবে এক হাজার ২২৫ টাকায়। আর সনাতন পদ্ধতির রূপার ভরি বিক্রি হবে ৯৩৩ টাকায়।
আরও পড়ুন
জনপ্রিয়
- যেসব কারণে ত্বক কালো হয়ে যায়
- মেরুদণ্ডের যত্ন নিন
- কাঁচা পেঁপে কাজে পাকা
- সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই
- বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়
- দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে কী হয়?
- মুখের কালো দাগ দূর করার সহজ উপায়
- গুণে ভরা লাল কলা
- দক্ষ কর্মীরা কেন প্রতিষ্ঠান ছেড়ে যায়?
- যে ১০ কারণে মানুষ ব্যর্থ হয়!