রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মায়ের গর্ভেই শিশুর করোনা... প্রমান মিলেছে ফ্রান্সে

১৮:৫৩, ১৪ জুলাই ২০২০

আপডেট: ১৮:৫৫, ১৪ জুলাই ২০২০

৮৮৩

মায়ের গর্ভেই শিশুর করোনা... প্রমান মিলেছে ফ্রান্সে

একটি নবজাতকের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর ফ্রান্সের চিকিতসকরা নিশ্চিত করেই জেনেছেন, শিশুটির শরীরে ভাইরাসটি হানা দিয়েছে তার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই।

এই ঘটনাটিকে মায়ের গর্ভে করোনা ভাইরাসের অস্তিত্বের প্রথম প্রমাণিত কেস হিসেবে দেখছেন তারা। খবরটি দিচ্ছে দ্য গার্ডিয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকে বলে আসছে মায়ের গর্ভে শিশুর সংক্রমণের ঝুঁকি নেই।

ফ্রান্সের নবজাতক ছেলে শিশুটির মস্তিষ্কে জন্মের দিন কয়েকের মধ্যেই প্রদাহ দেখা দেয়। তাতে নিশ্চিত হওয়া যায় শিশুটি কোভিড-১৯ এ আক্রান্ত। এবং মাতৃগর্ভে জরায়ুর অন্তরাচ্ছাদন ভেদ করেই এই ভাইরাস তার শরীরে বাসা বেঁধেছে।

তবে শিশুটিকে ধীরে ধীরে সুস্থ করে তুলছেন চিকিতসকরা।

ন্যাচার কমিউনিকেশনস-এ এই কেস স্টাডিটি প্রকাশিত হওয়ার পর এখন চিকিতসকরা ধারণা করছেন আরও যেসব নবজাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের অনেকেই মাতৃগর্ভ থেকেই এই ভাইরাস বহন করে আনতে পারে।তবে এখনো তারা এ কথা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না, যে জন্মের ঠিক সময়টিতে কিংবা তার পরপরই ওইসব ভাইরাস আক্রান্তের ঘটনা ঘটতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank