শীতে শুষ্কতা থেকে বাঁচার ৫ দাওয়াই
শীতে শুষ্কতা থেকে বাঁচার ৫ দাওয়াই
শীতকাল আমাদের সবার প্রিয়। তবে এসময় স্বাস্থ্য ও ত্বকের নানা সমস্যা দেখা দেয়। আবহাওয়ার কারণে ত্বক বেশ রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এছাড়া আরও অনেক সমস্যার উদ্রেক ঘটে। ফলে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে।
যদি শুষ্কভাব দূর করতে চান, তাহলে প্রতিদিন গোসলের সময় সাবানের পরিবর্তে বিকল্প পণ্য ব্যবহার করুন। এতে ত্বক নরম থাকবে। আসুন জেনে নিন, কোন কোন পণ্য ব্যবহার করবেন-
শাওয়ার জেল
শীতকালে গোসলের সময় সাবানের পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করুন। এটি খুব সফ্ট ও মাইল্ড। ফলে ত্বক শুষ্ক হয় না। তাই শীতে এ থেকে বাঁচতে তা ব্যবহার করুন।
দুধ ও বেসন
শীতে সপ্তাহে দু'বার শরীরে সাবানের পরিবর্তে বেসন ও দুধের পেস্ট লাগান। প্রথমে বেসন নিয়ে তাতে দুধ মিশিয়ে পেস্ট করুন। এবার তা পুরো শরীরে লাগান। ১৫-২০ মিনিট পর গোসল করুন। এতে ত্বকের শুষ্কতা দূর হবে।
তেল
শীতে ত্বকের শুষ্কভাব দূর করতে গোসলের আগে তেল মালিশ করুন। গোসলের আধা ঘণ্টা আগে নারকেল তেল, বাদাম তেল বা অলিভ অয়েল দিয়ে শরীরে ম্যাসাজ করুন। এরপরে গোসল করুন। এতে ত্বকের শুষ্কভাব দূর হবে। তেল মালিশ করার পর ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর দরকার পড়বে না!
অলিভ অয়েল
অলিভ অয়েল, ব্রাউন সুগার, মধু মিশিয়ে ঘন করুন। এরপর তা সর্বাঙ্গে মাখুন৷ হালকা হাতে মালিশ করুন। এতে শরীরের সব মৃত কোষ উঠে যাবে৷ তারপর গোসল করে হালকা ময়েশ্চরাইজার লাগান৷
দুধ ও মধু
গোসলের আগে কাঁচা দুধের সঙ্গে মধু মিশিয়ে গোটা শরীরে লাগান৷ দই দিয়েও এই মিশ্রণ তৈরি করা যায়৷ শুকিয়ে গেলে গোসল করুন৷
আরও পড়ুন
জনপ্রিয়