শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ || ২৮ পৌষ ১৪৩১ || ০৯ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লক্ষাধিক পণ্যে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ‘সারা’ লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক

২৩:০২, ১০ জানুয়ারি ২০২৫

৫৬

লক্ষাধিক পণ্যে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ‘সারা’ লাইফস্টাইল

এক লাখেরও বেশি পণ্যে ৭০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড 'সারা'। নতুন বছরকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইল এর এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের উপর ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্য ছাড়। 

বরাবরের মতো প্রতিষ্ঠানটির রাজধানীতে ৮টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ৭টিসহ সারাদেশে মোট ১৫টি আউটলেট সহ সারা’র ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও থাকছে বিশাল এ অফারে বৈচিত্র্যতা। এই অফার চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়া এই অফার চলাকালীন ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না।  

সারা'র এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, এক্সেসরিস ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পন্য। ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্য ছাড়ের এই পোশাকের আয়োজন থাকছে ছোট বড় সকল বয়সী মানুষের জন্য।  

পুরুষদের পোষাকের মধ্যে একটিভ ওয়্যার, ব্লেজার, বটম, ক্যাজুয়াল শার্ট, কটি, ডেনিম শার্ট, ফতুয়া, ফরমাল শার্ট, জ্যাকেট, পাঞ্জাবি, পলো ও টি শার্টে মিলছে অফারটি।

উইমেন্স ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্য ছাড়টি মিলছে টুপিস, থ্রিপিস, বটম, ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, জ্যাকেট, মডেস্ট, নাইট ওয়্যার,শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্ট সহ আরও কিছু পণ্যে।

বয়েজ ক্যাটাগরিতে থাকছে টু পিস, বটম, ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জাম্পসুট, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। আর গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বটম, ফ্রক, জ্যাকেট, জাম্পসুট, ওড়না, সিঙ্গেলপিস ও টিশার্টে পাওয়া যাচ্ছে এ সুযোগটি। অন্যদিকে লেদার ও এক্সেসরিসে লেডিস পার্টস, মানিব্যাগ ও ব্যাগেও থাকছে চোখ ধাঁধানো এ ডিসকাউন্ট। এছাড়া বাকি ইউনিসেক্স ক্যাটাগরির ডেনিম সাল ও মাস্কেও দেয়া হচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়টি।

উল্লেখ্য, দেশের অন্যতম পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান 'স্নোটেক্স' গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে পথ চলা শুরু করে সারা লাইফ স্টাইল লিমিটেড। ইতোমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতাদের  কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে 'সারা'।

আউটলেটের পাশাপাশি সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank