অকালে চুল পাকছে? জেনে নিন ঘরোয়া সমাধান
অকালে চুল পাকছে? জেনে নিন ঘরোয়া সমাধান
আজকাল অনেকেরই অকালে চুল পেকে যায়। রঙ করে তা ঢেকে রাখেন তারা। কিন্তু আপনারা জানেন কী? বাজারজাত হেয়ার কালার ব্যবহার স্বাস্থ্য হানিকর। এর ক্ষতিকর রাসায়নিকের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
তবে চুল পাকা নিয়ে আর চিন্তা নয়। এ সমস্যা থেকে রেহাই পাবেন ঘরোয়া উপায়েই। তো দেরি কেন চটজলদি কাজে লাগান সেসব অব্যর্থ দাওয়াই।
আমলকি
এ প্রাকৃতিক খাদ্য উপাদান পাউডার ও তেল-দু’ভাবেই ব্যবহার করা যায়। এর তেল চুলের কালো ভাব ধরে রাখে। আর পাউডার একে খুশকিমুক্ত রাখে।
পেঁয়াজ
এর বাটা চুলের অকাল পাকা রোধ করে। নিত্যপণ্যটি বেটে প্রতিদিন চুলের গোড়ায় মালিশ করুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। অল্প দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
পাতিলেবু
আমলকির গুঁড়ার সঙ্গে পাতিলেবুর রস মেশান। প্রতিদিন ৩০ মিনিট চুলে লাগান। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যা সমাধানে দারুণ কার্যকর এটি।
বাদাম
চুলের জন্য দারুণ উপকারী এটি। সুন্দর ঝলমলে চুল ধরে রাখতে বাদাম খাওয়ার বিকল্প নেই। উপরন্তু এর তেল লাগালে চুল স্বাস্থ্যজ্জ্বল হয়।
নারিকেল
চুল পাকা রুখতে অত্যন্ত কার্যকর এটি। প্রতিদিন নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। সপ্তাহ খানেকের মধ্যেই উপকার পাবেন।
ছোলা
এটি বি১২ ও ফোলিক এসিড সমৃদ্ধ। সকালে খালি পেটে ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। চুল কালো করার জন্যও যথেষ্ট উপাদেয়।
মেহেদী
চুলের সুরক্ষায় মেহেদীর ব্যবহার অনেক পুরনো। চুল ধূসর হয়ে যাওয়া ঠেকাতে সরিষা তেলের সঙ্গে এর পাতার মিশ্রণ অনেক কার্যকরী।
আরও পড়ুন
জনপ্রিয়