শীতে পায়ের দুর্গন্ধ রোধে করণীয়
শীতে পায়ের দুর্গন্ধ রোধে করণীয়
শীতে অন্য অঙ্গগুলো ঠিক থাকলে অনেকের হাত, পা আর নাক কিছুতেই গরম হতে চায় না। আর তাই বাধ্য হয়ে পরতে হয় মোজা। দীর্ঘসময় পা-ঢাকা জুতা পরে থাকলে পায়ের পাতা ঘামে। এটি স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকের ক্ষেত্রে মোজা না পরার পরও পায়ের পাতা ঘামে।
পায়ের দুর্গন্ধ প্রতিরোধের উপায়
• প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। হালকা গরম সাবানপানি দিয়ে ধোয়াই ভালো। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে।
• জুতা বা মোজা পায়ে দেওয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন। জুতার ভেতর পা ভেজা ভেজা মনে হলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন।
• সুতি মোজা ব্যবহার করুন। সুতি মোজা পায়ের ঘাম শোষণ করে। পরপর দুই দিন একই মোজা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রতিদিনই পরিষ্কার মোজা ব্যবহার করুন।
• গরমের দিনে খোলা স্যান্ডেল পায়ে দিন। চামড়ার বা কাপড়ের শু ব্যবহার করুন। এতে জুতার ভেতর বাতাস যাওয়া-আসা করতে পারবে। ফলে পা ঘামবে কম।
• বাসায় ফিরে জুতা শুকাতে দিন। প্রয়োজনে রোদে শুকান।
• এক লিটার হালকা গরম পানিতে আধা কাপ অ্যাপল সিডার ভিনেগার দিয়ে পা ১০ মিনিট ভিজিয়ে রাখুন
• পায়ের নখ ছোট ও পরিষ্কার রাখুন। তাহলে জীবাণুর লুকিয়ে থাকার জায়গা কমে যাবে।
• চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন।
• দীর্ঘ সময় জুতা মোজা পরে থাকবেন না, সম্ভব হলে অফিসের জন্য আলাদা স্যান্ডেল রাখুন ।
আরও পড়ুন
জনপ্রিয়
- যেসব কারণে ত্বক কালো হয়ে যায়
- মেরুদণ্ডের যত্ন নিন
- কাঁচা পেঁপে কাজে পাকা
- সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই
- বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়
- দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে কী হয়?
- মুখের কালো দাগ দূর করার সহজ উপায়
- গুণে ভরা লাল কলা
- দক্ষ কর্মীরা কেন প্রতিষ্ঠান ছেড়ে যায়?
- যে ১০ কারণে মানুষ ব্যর্থ হয়!