কাগজের কাপে চা পান করেন, সাবধান!
কাগজের কাপে চা পান করেন, সাবধান!
প্রতিদিন কাগজের কাপে চা পান করেন? এখনই সাবধান হোন। এ অভ্যাস স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। শরীর ও মনের মারাত্মক ক্ষতি ডেকে আনে এটি।
সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এর ফলাফলে বলা হয়, কাগজের কাপে নিয়মিত দৈনিক তিনবার চা পান করলে দেহে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিক কণা প্রবেশ করে। এটিই শরীরের ভয়াবহ ক্ষতি করে।
ভারতের আইআইটি খড়গপুরে এ গবেষণা হয়েছে। এতে প্রাপ্ত ফলে দেখা যায়, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। এতে চা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ কাপ প্রবল স্বাস্থ্যহানি ঘটায়।
গবেষণাটি পরিচালনা করেছেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল। তিনি বলেন, কাগজের কাপে উষ্ণ চা পড়লে সেই হাইড্রোফোবিক ফিল্ম গলে যায়। ফলে পরে প্লাস্টিকের কণা চা’য়ে মিশে। শরীরের যা ভয়াবহ সর্বনাশ করে।
তিনি আরও বলেন, কাগজের কাপে ১০ মিনিট গরম পানীয় থাকলে প্লাস্টিকের কণা মিশে যায়। তাই গরম পানি কিংবা চা, কোনোটাই এ কাপে খাওয়া উচিত নয়।
আরও পড়ুন
জনপ্রিয়