শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চুইংগাম গিলে ফেললে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক

১৮:৫৪, ১০ ডিসেম্বর ২০২০

আপডেট: ০০:০৬, ১১ ডিসেম্বর ২০২০

৭২৩

চুইংগাম গিলে ফেললে কী হয়?

আমাদের অনেকেরই চুইংগাম চিবানোর অভ্যাস থাকে। শিশু থেকে বয়স্ক-সবাই প্রিয় এটি। কেউ ফ্যাশন কিংবা স্টাইলের জন্য তা চিবান। এর অনেক সুবিধাও আছে। ওজন কমাতে, মানসিকভাবে শান্ত রাখতে দারুণ কার্যকর সেটি।

অনেকে চিবাতে চিবাতে চুইংগাম গিলে ফেলেন। এতে মহাদুঃশ্চিন্তায় পড়ে যান তারা। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে, আচমকা তা পেটে চলে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি খাবারের মতোই হজম হয়ে যায়। তবে এতে কিছু সময় লাগে।

গবেষণাটি করেছে নিউইয়র্ক ল্যাঙ্গোন মেডিকেল সেন্টার। এর ফলাফলে বলা হয়, মানবদেহে পাচনতন্ত্রে অ্যাসিড ও এনজাইম রয়েছে। এই দুই উপাদান চুইংগাম হজম করতে সহায়তা করে।

সাধারণ খাবার খাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে হজম হয়ে যায়। তবে চুইংগাম হয় না, একটু বেশি সময় নেয়। এটি হজম হতে দুই দিন থেকে এক সপ্তাহ সময় লাগে। কারণ, সবার পাচনতন্ত্র একরকম নয়। 

কারো ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে হয়। আবার কারো এটি হজম হতে আরো বেশি দিন লাগে। সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। পরে মলে পরিণত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank