রমজানে সুস্থ থাকার ৭ উপায়
রমজানে সুস্থ থাকার ৭ উপায়
রমজানে রোজা রেখে সারাদিন অভুক্ত থাকার পর অনেকেই ইফতারে ভুল খাবার খেয়ে ফেলেন। শুধু ইফতারেই নয় বরং রাতে এমনকি সেহরিতেও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে শরীরে পড়ে বিরূপ প্রভাব।
একে তো প্রচণ্ড গরম তার উপরে আবার রোজা রেখে ভুল খাদ্যাভাসের কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চাইলেই কিছু বিষয় মেনে রমজানেও থাকতে পারেন সুস্থ।
রমজানে সুস্থ থাকার কয়েকটি উপায় সম্পর্কে জেনে নেয়া যাক-
১. সাহরিতে খাদ্য তালিকায় দই, চিড়া, কলা অথবা মিক্সড সবজি, মাছ, মাংস, ডিম ও ভাত-রুটি খাওয়া যেতে পারে। এসব খাবার হজম শক্তি বৃদ্ধি করে থাকে।
২. ইফতারের আয়োজনে খেজুর, শরবত, বিভিন্ন রকমের ফল, ছোলা, সেদ্ধ ডিম ও সালাদ রাখার চেষ্টা করুন।
৩. কোমল পানীয় পানের অভ্যাস থাকলে তা এড়িয়ে চলা উচিত। কারণ, কোমল পানীয় তাৎক্ষণিক শরীরকে সতেজ করলেও পরে বারবার তৃষ্ণার্ত করবে রোজাদারকে।
৪. একদমই কিছু না খেয়ে ঘুমাবেন না রাতে। অল্প পরিমাণ হলেও খাবার খাওয়া উচিত। সবজি ও মাছ অথবা ঘুমানোর আগে ১ গ্লাস দুধ পান করা যেতে পারে।
আরও পড়ুন: কাঁচা আমের জিলাপি তৈরি করতে চান? জানুন সহজ রেসিপি
৫. নিয়মিত নামাজ আদায় করুন। এতে শরীরের ব্যায়াম হবে এবং শরীরও সুস্থ থাকবে।
৬. ইফতার ও সাহরিতে ভাজাপোড়া, অতিরিক্ত তেল, মসলাজাতীয় কিংবা প্যাকেটজাত খাবার, ফাস্টফুড ইত্যাদি এড়িয়ে চলুন।
৭. ইফতার থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। তবে ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি পান করবেন না। এতে ঠান্ডাজনিত অসুখ হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া কারো কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে নেয়া যেতে পারে।
আরও পড়ুন
জনপ্রিয়
- যেসব কারণে ত্বক কালো হয়ে যায়
- মেরুদণ্ডের যত্ন নিন
- কাঁচা পেঁপে কাজে পাকা
- সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই
- বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়
- দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে কী হয়?
- মুখের কালো দাগ দূর করার সহজ উপায়
- গুণে ভরা লাল কলা
- দক্ষ কর্মীরা কেন প্রতিষ্ঠান ছেড়ে যায়?
- যে ১০ কারণে মানুষ ব্যর্থ হয়!