বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় ইউএস পলোর ফ্ল্যাগশিপ স্টোর 

লাইফস্টাইল ডেস্ক

১৩:৫২, ১৮ নভেম্বর ২০২০

আপডেট: ১৫:৪৩, ১৮ নভেম্বর ২০২০

১৫৩৪

ঢাকায় ইউএস পলোর ফ্ল্যাগশিপ স্টোর 

বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ও ক্রীড়া ব্র্যান্ড ইউএস পলো অ্যাসোসিয়েশন এখন বাংলাদেশে। বাংলাদেশে এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে কর্ণফুলী গ্রুপ। ইউএস পলো অ্যাসোসিয়েশন (U.S. polo Assn.) এর  প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে বনানী ১১ নম্বর রোডের  ৪৯ নম্বর হাউসে। 

এতোদিন ইউএস পলোর প্রোডাক্টের জন্য আমেরিকা কিংবা বিদেশি সুপারস্টোরগুলোর উপর নির্ভরশীল ছিলেন বাংলাদেশের ক্রেতারা। কিন্তু এবার দেশেই ইউএস পোলো অ্যাসোসিয়েশন অফিশিয়াল স্টোর থেকে অথেনটিক ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে সক্ষম হবেন।

উল্লেখ্য ইউএস পলো অ্যাসোসিয়েশন মার্কিন যুক্তরাষ্ট্রের পোলো অ্যাসোসিয়েশন (USPA) এর অফিশিয়াল ব্র্যান্ড। অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা গ্রুপ কর্ণফুলী। বিশ্বখ্যাত স্পোর্টস জুতার ফ্ল্যাগশিপের পর এবার ইউএস পোলো অ্যাসন এর স্টোর ঢাকায় চালু করলো কর্ণফুলী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank