শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দাঁত দিয়ে নখ কাটা রোধ করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

১৮:০২, ৫ মার্চ ২০২২

১৪৯৭

দাঁত দিয়ে নখ কাটা রোধ করতে যা করবেন

বয়স নির্বিশেষে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস, কমবেশি অনেকের মধ্যেই লক্ষ্যণীয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ‘ওনিকোফেজিয়া’।

ছোটবেলা থেকে শুরু হওয়া এই বদভ্যাস বড় হয়ে যাওয়ার পরেও অনেকেই ছাড়তে পারেন না। এই অভ্যাস সাময়িক ভাবে তৃপ্তি দিলেও শরীরের জন্য তা একেবারেই ভাল নয়।

দাঁত দিয়ে নখ কাটার ফলে যা যা হতে পারে:

১) হাতের নখে সবচেয়ে বেশি ব্যাক্টেরিয়া বাসা বাঁধে। দাঁত দিয়ে নখ কাটার ফলে সেই ব্যাক্টেরিয়া মুখে চলে যায়। যার থেকে পেটের অসুখ হতে পারে।

২) দাঁত দিয়ে নখ খাওয়ার অভ্যাস বাচ্চাদের মধ্যে বেশি করে দেখা যায়। এতে দাঁতের গঠন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৩) দাঁত দিয়ে নখ কাটার ফলে নখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

৪) দাঁত তীক্ষ্ণতায় অনেক সময় নখের চারপাশের চামড়া কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হতে পারে।

এই বদভ্যাস রোধ করতে কী করবেন?

১) নখ বড় থাকলেই দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা বৃদ্ধি পায়। তাই নখ ছোট করে কাটুন। বড় নখে ময়লাও বেশি জমে।

২) নখে নেইলপালিশ পরে থাকুন। তাহলে দাঁত দিয়ে নখ কাটতে গেলেই নেলপালিশের তিক্ত স্বাদ পেয়ে সেই কাজ থেকে বিরত থাকবেন।

৩) নখে মাঝেমাঝে ম্যানিকিওর করান। অতি যত্নে গড়ে তোলা নখ দাঁত দিয়ে কেটে ফেলার আগে আপনি নিজেই দুইবার ভাববেন।

৪) অন্যমনস্ক থাকলে দাঁত দিয়ে নখ কাটার মতো কয়েকটি বদভ্যাসের জন্ম হয়। মন সচেতন রাখুন। এটা একটা দীর্ঘ অভ্যাসের ব্যাপার। অসম্ভব কিছু নয়। অভ্যাস বদলাতে সময় লাগে। তবে ধৈর্য ধরে তা মেনে চললে এক দিন সফল হবেন।

৫) দাঁত দিয়ে নখ কাটার নেপথ্যের একটি কারণ হলো কোনো কারণে তৈরি হওয়া মানসিক চাপ বা উদ্বেগ। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank