শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রমিজ ডে-তে যেসব প্রতিজ্ঞা না করাই ভালো

লাইফস্টাইল ডেস্ক

১৭:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২২

৯৯১

প্রমিজ ডে-তে যেসব প্রতিজ্ঞা না করাই ভালো

প্রেম আর যুদ্ধে সবই ন্যায্য, এ কথাটার অর্থ দাঁড়ায় মানুষের ভালবাসার জন্য যা কিছু করতে পারে।

ভালোবাসায় বিভোর হয়ে থাকলে প্রেমিকা বা প্রেমিক এমন অনেক কিছু করার শপথ নেয় যা শেষ পর্যন্ত আর রাখা যায় না।

১১ ফেব্রুয়ারিকে প্রমিজ ডে হিসেবে পালন করা হয়। এ দিন প্রেমিক দম্পতিরা একে অপরের প্রতি নানা শপথ করেন।

কিন্তু এমন কিছু নিয়ে প্রতিজ্ঞা করা উচিত নয়, যা রাখা যাবে না, বা যার পরিবর্তন ঘটতেই পারে।

কখনো না ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞা: একটা সম্পর্ক কেউই ভাঙতে চায় না। কিন্তু যে কোনো সম্পর্কই ভাঙতে পারে, তা সেটা যত গভীর সম্পর্কই হোক না কেন। তাই সে ব্যাপারটা দু-পক্ষকেই বুঝতে হবে। কখনো ছেড়ে যাব না বলাটা কেবল বলার জন্য বলা হিসেবে যেন না দাঁড়ায়, সেজন্য এ নিয়ে শপথ করার প্রয়োজন নেই।

কখনো কষ্ট না দেওয়া: কোনো সম্পর্ক সবসময় ভালো চলবে, তাও কি সম্ভব! সম্পর্কের মাঝে কথা-কাটাকাটি হতেই পারে, মনোমালিন্যও হতে পারে, যেটা খুবই স্বাভাবিক। তাই 'কখনো তোমাকে কষ্ট দেব না' বলাটা অর্থহীন।

কখনো মিথ্যা বলব না: হোয়াইট লাই বলে একটা কথা আছে, যে মিথ্যাতে কারও কোনো ক্ষতি হয় না। হোয়াইট লাই বলা হয় তখনই যখন কারও মনে আঘাত না দেওয়ার চেষ্টা করা হয়।

মাঝেমধ্যে সঙ্গীর মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে অনেকেই কিঞ্চিৎ মিথ্যা বলেন। এ ধরনের মিথ্যাতে সম্পর্ক, তৃতীয় সত্তা কিছুরই কোনো ক্ষতি হয় না।

কখনো রাগ না করা: রাগ মানুষর একটি সহজাত প্রবৃত্তি। রাগ নিয়ন্ত্রণ করতে পারা যায়, কিন্তু রাগ না করে থাকা যায় না।

কেউ যদি সত্যিই রাগ না করার ক্ষমতা অর্জন করতে পারেন, তাহলে তিনি মহাপুরুষ হয়ে যাবেন, তার আর সঙ্গীতেই হয়তো আগ্রহ থাকবে না।

তাই কখনো রাগ না করার শপথও অর্থহীন। সঙ্গীর ওপর রাগ হলে সেটা নিয়ে দুইজনের খোলাখুলি আচরণ করাই বুদ্ধির কাজ।

এটা ছাড়ব, ওটা আর করব না: আপনি চাইলেই কোনো একটা নেশা বা আসক্তি হুট করেই ছাড়তে পারবেন না।

তাই কালকে থেকে আর সিগারেট খাবো না, সামনের সপ্তাহ থেকে নিয়মিত ব্যায়াম করব, এসব না বলাই উচিত। দেখা গেল আপনি শপথ করেও লুকিয়ে ধুমপান করছেন। তার চেয়ে বরং সময় নিন এসব ক্ষেত্রে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank