সহজেই পরিষ্কার করুন সিলিং ফ্যান
সহজেই পরিষ্কার করুন সিলিং ফ্যান
নতুন সিলিং ফ্যান কিনে এনে লাগিয়েছেন, বাতাস খাওয়ার সময় কিছু পর পর তাকিয়ে দেখছেন। কারণ, বাতাসে ঘূর্ণায়মান ব্লেডগুলো কী চকচকেই না দেখাচ্ছে।
কিন্তু ফ্যানের এ সৌন্দর্য বেশিদিন থাকে না। অল্প কয়দিন পরেই যেন রাজ্যের ধুলা আর ঝুল গিয়ে বাসা বাঁধে ওই ফ্যানের গায়েই।
এখন শীতকাল, অনেকে তাই ফ্যান মুড়ে রেখেছেন। এ সময় চাইলে আপনি আগে পরিষ্কার করে তারপর মুড়ে রাখতে পারেন। আজকে রইলো সহজে ফ্যান পরিষ্কার করার কিছু নিয়ম।
১) বিছানার ওপর একটা বাতিল বা পুরনো চাদর পেতে ফেলুন। এতে পরিষ্কারের সময় ময়লা বিছানাতে পরবে না। এ বার শুকনো কাপড় নিয়ে প্রথমে হালকা হাতে ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে নিন।
২) আগে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করার পরেই ভেজা কাপড় ব্যবহার করতে হবে। কারণ তা না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উলটে ময়লা আটকে থাকবে ব্লেডের গায়ে।
৩) একটি পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেডটি ঢুকিয়ে দিন। তার পর কাপড়ের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। এতে সব ময়লা কভারের মধ্যে জমা হয়ে যাবে।
৪) ফ্যানের ব্লেড পরিষ্কার করতে খবরের কাগজও ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিন। তার পর খবরের কাগজ অল্প পানিতে ভিজিয়ে নিয়ে ব্যবহার করলেই সহজে ফ্যান পরিষ্কার করা যাবে।
৫) ভেজা কাপড় বা কাগজ দিয়ে পরিষ্কারের সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়েও ব্যবহার করতে পারেন। ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে ফ্যানের ব্লেড।
৬) একইভাবে আপনি ফ্যানের মূল অংশও পরিষ্কার করতে পারেন। তবে খেয়াল রাখতা হবে ভেতরে যেন পানি না যায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন
আরও পড়ুন
জনপ্রিয়