চোখের নিচে কালো দাগ কমাতে ঘরোয়া টোটকা
চোখের নিচে কালো দাগ কমাতে ঘরোয়া টোটকা
বিভিন্ন কারণে অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে। এ দাগ দেখতে ভালো দেখায় না। কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে আপনি চাইলে এ দাগ কমাতে পারেন।
১) রাতে ঘুম কম হলে চোখের নিচে দাগ পড়ে। তাই প্রয়োজন পরিমিত ঘুম। রাতের বেলা নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমালে দাগের সমস্যা কমবে।
২) সারাদিনে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। কারণ পানি কম পান করলে ত্বকের নানা সমস্যা হয়। তাই দৈনিক কমপক্ষে চার লিটার পানি পান করা বাঞ্ছনীয়।
৩) ঠাণ্ডা চা-ব্যাগ ব্যবহার করা যেতে পারে চোখের নিচেম চায়ের ভেতর থাকা ক্যাফেইন ওই কালো অংশের ত্বকে রক্ত সঞ্চালন বাড়াবে।
৪) চোখের নিচে শশা রাখতে পারেন। দিনে দুইবার শশার টুকরা কালো দাগের ওপর রাখলে সুফল পাওয়া যাবে।
৫) ধূমপান যারা করেন তাদের এ সমস্যাটি বেশি হতে পারে। তাই ধূমপান ছাড়া উচিত।
৬) মেকআপ ব্যবহার করে প্রয়োজনে সাময়িকভাবে চোখের নিচের কালো দাগ লুকাতে পারেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন ও হেলথলাইন
আরও পড়ুন
জনপ্রিয়