শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহামারিতে নজর দিন বাচ্চাদের খাওয়াদাওয়ায়

লাইফস্টাইল ডেস্ক

১৭:১১, ১৮ জানুয়ারি ২০২২

৮৫৮

মহামারিতে নজর দিন বাচ্চাদের খাওয়াদাওয়ায়

করোনায় বাচ্চাদের জীবন হয়ে উঠেছে কষ্টের। একে তো ক্লাস বন্ধ তার সাথে বন্ধুদের সঙ্গেও খেলাধুলার সুযোগ নেই। এদিকে করোনা তৃতীয় ঢেউয়ে যেহেতু বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে, তাই ওদের স্বাস্থ্যের ওপর রাখতে হবে বিশেষ নজর। 

এ প্রসঙ্গেই ভারতের আয়ুর্বেদিক বিশেষজ্ঞ, চিকিৎসক ঐশ্বর্য সন্তোষ বলছেন অন্তত মহামারির এই পর্যায়ে দাঁড়িয়ে বাচ্চাদের খাবার দাবারের অনিয়ম গুলি বন্ধ করা দরকার। ওদের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যাতে করে ওরা অভ্যন্তরীণ ভাবে অসুস্থ না হয়, সেইদিকে খেয়াল রাখতে হয়। বেশ কিছু নিয়ন এইসময় মেনে চললেই কিন্তু ভাল! তার মধ্যে, 

খিদে না পেলে জোর করে খাওয়া একেবারেই উচিত নয়। এতে কিন্তু পরবর্তীতে আপনিই সমস্যায় ভুগবেন। তাই এই অভ্যাস যেন আপনার শিশুর না থাকে। 

একবার খাবার খাওয়ার পর ঠিক কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার খাবার খাওয়া খুব খারাপ। এইসময় একেবারেই অত্যধিক মাত্রায় খাওয়াদাওয়া করা উচিত নয়। 

হজম করতে পারবে না এমন খাবার ওকে খাওয়াবেন না। এতে পাকস্থলীতে চাপ পড়ে যেটি খারাপ। 

বাসি এবং পচা খাবার ওকে খাওয়ানো বন্ধ করুন। তাজা খাবারই খাওয়াবেন। 

ভীষণ ঝাল, নোনতা এবং খাবার খেতে দেবেন না এই সময়। 

চেষ্টা করবেন যেন অত্যধিক মাত্রায় না খায়। অল্প অল্প খাক তবে ক্ষতি নেই। এই দিকে একটু ধ্যান দেবেন। 

একদম ঠান্ডা এবং ফ্রোজেন খাবার খাওয়াবেন না। বাইরে বের করে কিছুক্ষণ সাধারণ তাপমাত্রায় রাখলেই ভাল।

খাবারের সঙ্গে খুব একটা পানি যেন না খায়, কারণ অতিরিক্ত পানি খেলে পেটে সমস্যা হতে পারে। পেট ফেঁপে যাওয়া এবং হজম না হলেই সমস্যা। 

ওকে জোর করে বকা ঝকা দিয়ে খাওয়াবেন না। কিংবা তাড়াহুড়ো করেও না! যেভাবে যেটুকু পেট সহ্য করতে পারে তার বেশি নয়। 

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank