শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হৃদরোগের কারণে পুরুষের চেয়ে নারীর মানসিক ক্ষতি বেশি হয়

লাইফস্টাইল ডেস্ক

১৬:৩৬, ৮ জানুয়ারি ২০২২

৪৬৩

হৃদরোগের কারণে পুরুষের চেয়ে নারীর মানসিক ক্ষতি বেশি হয়

নতুন একটি গবেষণায় জানা গেছে, জীবনের মধ্যবয়সে হৃদরোগের কারণে পুরুষের চেয়ে নারীর চিন্তা ও স্মৃতিশক্তির ওপর বেশি ক্ষতিকর প্রভাব তৈরি হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ও আরও দুইটি প্রতিষ্ঠানের সহায়তায় করা এ গবেষণাটি নিউরোলজি জার্নাল-এ প্রকাশিত হয়েছে।

আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজি'র সদস্য, রকেস্টারে অবস্থিত মায়ো ক্লিনিক-এর অধ্যাপক, ও গবেষণাটির লেখক মাইকেল এম. মিলকে জানিয়েছেন, 'আমাদের গবেষণার প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মধ্যবয়সে হওয়া হৃদরোগের কারণে মানুষের চিন্তাশক্তির হ্রাস ঘটে। তবে এ হ্রাস পুরুষের চেয়ে নারীর বেশি হয়।'

তিনি আরও বলেন, ডায়াবেসিস, হার্টের রোগ, ডিসলিপিডেমিয়ার মতো রোগ হলে রক্তে চর্বির পরিমাণ মাত্রারিক্ত বেড়ে যায়। এসব ক্ষেত্রে মধ্যবয়সী পুরুষের চেয়ে নারীর চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির ওপর বেশি ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়।

গবেষণাটি সম্পন্ন করার জন্য বিজ্ঞানীরা ৫০ থেকে ৬৯ বছর বয়সী ১৮৫৭ জন ব্যক্তিকে পর্যবেক্ষণ করেছেন। তিন বছর ধরে গবেষণাটি করেন তারা।

তবে গবেষণাটির মানে এ নয় যে কোনো নারীর হৃদরোগের ঝুঁকি থাকলেই তার মধ্যবয়সে এসে মননের ক্ষতি হবে। এটি কেবল এ দুইয়ের মধ্যে একটি যোগসূত্র থাকার ব্যাপারটা প্রমাণ করেছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank