শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় পড়ছে মাথার চুল... ভয় পেলে আরো বেশি পড়বে!

১১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

২৪০৮

করোনায় পড়ছে মাথার চুল... ভয় পেলে আরো বেশি পড়বে!

করোনা মহামারীতে চুল পড়ে যাচ্ছে অনেকের। একটি গবেষণায় দেখা গেছে, এই সময়ে যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন তাদের অনেকেই মাথার চুল হারাচ্ছেন।
 
গবেষকরা অবশ্য এর পেছনে করোনা ভাইরাসটিকে দায়ী করতে চাইছেন না, তারা মনে করছেন করোনায় আক্রান্ত হলে যে মানসিক চাপ তৈরি হয়, সে কারণেই রোগীরা মাথার চুল হারাতে পারেন।

গবেষকরা বলছেন, করোনাভাইরাস আক্রান্ত হলে যে ভীষণ ট্রমার মধ্য দিয়ে যেতে হয়, তাতে চুল পড়ে যাওয়া অবাস্তব কিছু নয়। তবে এটাও সত্য এই সময়ে ভাইরাসে আক্রান্ত হননি এমন অনেক মানুষও তাদের মাথার চুল হারাচ্ছেন।
 
চাকরি হারানো, পরিবারের কারও করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুসহ অন্যান্য সব নতুন নতুন অভিজ্ঞতার কারণে এটা হতে পারে, মত বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা দেখেছেন করোনা মহামারীর এই সময়ে মূলত দুই ধরনের চুল পড়ার ঘটনা ঘটে। একটিকে তারা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টেলোজেন এফ্লোভিয়াম বলেছেন, যা বিভিন্ন ধরনের মানসিক চাপের কারণে হয়। চুল ওঠা এবং পড়ার একটি ছয় মাসের সাইকেলে এতে বিঘ্ন ঘটলেও পরে তা ঠিক হয়ে যায়। 

অপরটি হচ্ছে অ্যালোপেসিয়া এরিয়াটা। এতে শরীরের রোগ প্রতিরোধের ব্যবস্থা চুলকে ক্ষতিগ্রস্ত করে এবং চুল পড়তে থাকে। 

চিকিৎসকরা বলছেন এই পার্শপ্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে হয়তো মাসকয়েক চলতে পারে। পরে এটা থেমে যায়।

তবে তাদের মধ্যে ট্রমা স্থায়ীভাবে বাসা বেধেছে তাদের চুল পড়া খুব দ্রুত কমবে বলে মনে হয় না

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank