বডি লোশন যে কারণে ব্যবহার করবেন
বডি লোশন যে কারণে ব্যবহার করবেন
শীতকালে আমরা বডি লোশন ব্যবহার করি। এই লোশন ত্বকে একাধিক উপকারি ভূমিকা রাখে। হাত ও পা যেহেতু সচরাচর খোলা থাকে, এসব স্থানে প্রতিরক্ষা কবচ হিসেবে কাজ করে বডি লোশন। বডি লোশনের কয়েকটি উপকারী দিক জেনে নেওয়া যাক।
শুকনো ত্বকের যত্ন
প্রখর আবহাওয়ায় বসবাসকারী ব্যক্তিদের নিয়মিতভাবে বডি লোশন ব্যবহার করা উচিত। বাতাস, ঠাণ্ডা, সূর্য ইত্যাদির কারণে ত্বক শুকিয়ে যেতে পারে। তাই ত্বকের কোষগুলোতে পানির সরবরাহ সঠিক পরিমাণে বজায় রাখতে বডি লোশন দারুণ কার্যকর।
মসৃণ ত্বক
দেহের ত্বকের সব অংশ মসৃণ হয় না। যেমন হাঁটু, কনুই-এর আশপাশ। রাতে শোয়ার আগে, গোসলের পরে এসব স্থানে বডি লোশন নিয়মিত মাখলে শরীরের অন্যান্য অংশের মতো এ স্থানগুলোও মসৃণ হয়।
ত্বকের ক্ষত শুকানো
ত্বকের অনেক জায়গায় মাঝেমধ্যে ক্ষত হয়। যেমন হাত দিয়ে বেশি কাজ করলে বা বেশিক্ষণ হাঁটলে যথাক্রমে হাত ও পায়ের চামড়ায় দাগ পড়ে যায়। ব্যথা তো হয়ই, এসব জায়গা দেখতেও খারাপ লাগে। বডি লোশন মাখলে এসব জায়গা তুলনামূলক দ্রুত শুকায়। তবে ক্ষত বেশি হলে নিজে সারানোর চেষ্টা না করে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
মিষ্টি গন্ধ
বডি লোশনগুলোর নিজস্ব সুবাস রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী সেন্ট বেছে নিতে পারেন। বাইরে বেরোনোর আগে, বা গোসলের পর লোশন মাখলে শরীর থেকে মিষ্টি গন্ধ বের হয়। এমনকি কারও কাছাকাছি বসলে তার নাকেও এই সুঘ্রাণ যায়। ভালো অনুভূতির আবহ তৈরি করে এই ঘ্রাণ।
এভরিডে হেলথ অবলম্বনে।
আরও পড়ুন
জনপ্রিয়