শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাগান করুন ছাদ-বারান্দায়

লাইফস্টাইল ডেস্ক

১৯:০৮, ১৮ জানুয়ারি ২০২১

১২০৮

বাগান করুন ছাদ-বারান্দায়

বাগান পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাড়ির ছাদে কিংবা বারান্দায় তা থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায়। অফিসে কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েনে মানসিক অস্থিরতা-সবই কমে যায়। নিজ হাতে লাগানো গাছে রঙিন ফুল, ফল দেখলে আনন্দের সীমা থাকে না।

তাই যাদের ছাদে বা বারান্দায় একটু জায়গা আছে, তারা স্বচ্ছন্দে বাগান করতে পারেন। অনেকে জানালার ধারে গুল্ম জাতীয় গাছ লাগান। ইদানিং কিচেন গার্ডেনেরও প্রচলন শুরু হয়েছে। তবে বাগান করতে হলে কিছু বিষয় জানতে হয়। 

বিশেষ করে কোন গাছ কিরকম জায়গায় ভালো হয়, এজন্য কোন ধরনের মাটি উপযোগী, কতটা আলো বাতাস দরকার, প্রতিদিন কি পরিমাণ পানি, সার দিতে হবে- সবকিছু ভালোভাবে জানা দরকার। এসব সম্পর্কে ধারণা না থাকলে গাছ নষ্ট হয়ে যাবে। 

যারা প্রথম, তারা বাতিল প্লাস্টিকের বোতল, বাথটব বা বালতিতে গাছ লাগাতে পারেন। শুধু ফুল গাছ নয়, ফল, শাকসবজিও বসাতে পারেন। এবার জেনে নিন বাগান করার প্রাথমিক কিছু নিয়ম-

সঠিক স্থান নির্বাচন করুন 
বাড়ির কোন জায়গায় বাগান করলে ভালো হবে, সেটা আগে বুঝুন। ছাদে বা ব্যালকনির যে স্থানে প্রতিদিন চোখ পড়বে, সেখানে তা করুন। গাছ লাগানোর পর নজর রাখা জরুরি। 

সূর্যের আলোর উপস্থিতি 
যে জায়গায় বাগান করছেন, সেই স্থানে সূর্যের আলো কতটা পড়ছে তা দেখতে হবে। মোটামুটি সব গাছেরই ৬ ঘণ্টা তা দরকার হয়। ততটা সময় যেখানে সূর্যের আলো পড়বে, এমন জায়গা বাছতে হবে। 

পানি সরবরাহের সুব্যবস্থা
বাগান করার জন্য পানির ব্যবস্থা আছে, এরকম জায়গা চাই। ছাদের যে স্থানে ট্যাঙ্ক আছে, সেখানে বা এর আশপাশে তা করুন। সামনে পানি থাকলে গাছে দিতে সুবিধা হয়। গাছের তা প্রয়োজন কিনা, সেটা বোঝার উপায় হলো, একটা আঙুল মাটির মধ্যে ঢুকান, যদি দেখেন মাটি শুকনো মনে হচ্ছে তাহলে পানি দিন। 

আদর্শ মাটি 
গাছের দ্রুত বৃদ্ধির জন্য দরকার ভালো মাটি। পানি শোষণের ক্ষমতা সম্পন্ন তা দরকার। সেই সঙ্গে নাইট্রোজেন, পটাসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ মাটি গাছ বেড়ে ওঠায় সাহায্য করে। ফলে বাগান করার জন্য যে মাটি এনেছেন, সেটা গাছের জন্য ভালো কিনা তা জানতে পরীক্ষা করাতে পারেন। 

সঠিক গাছ লাগান 
কোন জায়গায় থাকেন, সেখানকার মাটি কিরকম, এর ওপর নির্ভর করে গাছ কেমন হবে। তাই তা লাগানোর সময় জেনে নিতে হবে কোন গাছের জন্য কী প্রয়োজন। অনেক গাছে রোদ বেশি লাগে, আবার কিছু কম রোদেও হয়। গাছ বড় হয়ে ওঠার ওপর প্রভাব ফেলে আবহাওয়া। সব গাছ সব আবহাওয়ায় হয় না। যার কাছ থেকে গাছ কিনছেন তিনি বলে দিতে পারবেন এসব বিষয়-আশয়। 

গার্ডেন বেড 
গাছ বড় হওয়ার জন্য বেড লাগে। এ দিয়ে প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা জায়গা নির্বাচন করতে পারেন। আগেই বলেছি, সব গাছের জন্য সবকিছু সমানভাবে প্রয়োজন হয় না। গার্ডেন বেড বানালে একই স্থানে অনেক গাছ লাগানো যায়। 

গাছকে খাবার দিন 
শুধু মানুষের নয়, বেড়ে ওঠার জন্য গাছেরও খাবার দরকার। বাজারে বিভিন্ন খাদ্য পাওয়া যায়। প্যাকেটেই লেখা থাকে কত পরিমাণ দিতে হবে। সেই হিসাব মেনে প্রতিদিন গাছে খাদ্য দিন। 

কম্পোস্ট ব্যবহার করুন 
ডিমের খোলা, টি ব্যাগ, কফি হলো অর্গানিক কম্পোস্ট। এগুলো মাটিতে দিলে তাড়াতাড়ি গাছ বেড়ে ওঠে। মাটির আর্দ্রতা ধরে রাখে, কীট ও রোগের সঙ্গে লড়াই করে। পাশাপাশি ভালো ব্যাকটেরিয়ার বিকাশে সাহায্য করে।

পরামর্শ
যারা প্রথমবার গার্ডেনিং করছেন, তারা একবারেই অনেক গাছ লাগাবেন না। অল্প গাছ বসান। প্রতিটা গাছের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। এক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি দরকার, সেটা হলো ধৈর্য। ওপরের টিপসগুলো মেনে চললে প্রথম পদক্ষেপেই সফল হওয়ার চান্স রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank