রূপচর্চায় তেজপাতার তেজ
রূপচর্চায় তেজপাতার তেজ
তেজপাতার রয়েছে বহুবিধ পুষ্টিগুণ। এটি নানা রোগ থেকে দেহকে রক্ষা করে। রূপচর্চায়ও দারুণ কার্যকর এ প্রাকৃতিক নিত্যপণ্য। চলুন জেনে নেয়া যাক-তেজপাতার অনন্য তেজের কথা।
# একটি প্যানে ২ কাপ পানিতে ৫টি তেজপাতা দিয়ে ঢেকে জ্বাল দিন। পরে ঢাকনা খুলে ২ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে একটি সসপ্যানে নিন। এরপর একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ত্বকে ভাপ নিন। এভাবে ১০ মিনিট নিলেই হবে। সপ্তাহে দু’বার করুন, ব্রণ ও ছোপ সমস্যার সমাধান মিলবেই।
# তেজপাতার অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যেকোনও ইনফেকশন দূর করে। শরীরে কাটাছেঁড়া, জখমের দাগ এবং পোকামাকড়ের কামড়ের সমস্যা নিমিষে দূর করতে বিশেষভাবে কার্যকরী এর রস। সেটা ভুলবেন না।
# পানিতে তেজপাতা ভালো করে ফুটিয়ে তা ছেঁকে চুল ধোয়ার অভ্যাস করুন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। এর তেল মাথার ত্বকে লাগালে খুশকি সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া যায়।
# ৫০ গ্রাম তেজপাতা গুঁড়া করে ৪০০ মিলিলিটার পানিতে জ্বাল দিন। যতক্ষণ না ১০০ মিলিতে পৌঁছায়, ততক্ষণ চুলা বন্ধ করবেন না। এ অবস্থায় এলে ছেঁকে পানি আলাদা করুন। সেই পানি চুলের গোঁড়ায়, মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করুন। ৩-৪ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। উকুন সমস্যা দূর হবে অবশ্যই।
# তেজপাতা গুঁড়া করে টুথপেস্টের সঙ্গে মিশিয়ে তা দিয়ে দাঁত ব্রাশ করুন। দ্রুত দাঁতের হলদেটে দাগ দূর হয়ে যাবে। তবে ঘন ঘন এ পদ্ধতি অবলম্বন করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
# কাঁচা তেজপাতা অলিভ অয়েলে ফুটিয়ে তেল তৈরি করুন। এটি দেহে মাখলে মশা থাকবে দূরে। অন্যান্য কীটপতঙ্গও কাছে ঘেঁষবে না।
আরও পড়ুন
জনপ্রিয়