শীতের শুরুতে নিন ঠোঁটের যত্ন
শীতের শুরুতে নিন ঠোঁটের যত্ন
দরজায় কড়া নাড়ছে শীত। এই মৌসুম মানেই ঠোঁট ফাটার সমস্যা। এ সময় ঠোঁটের যত্ন না নিলে ঠোঁট ফেটে রক্ত পর্যন্ত বের হতে পারে। তাই জেনে নিন ঠোঁটকে সুস্থ রাখার কিছু টিপস-
লিপস্টিক দেবেন না
ঠোঁট ফাটা শুরু করলে সেই ঠোঁটে কখনোই ম্যাট লিপস্টিক দেবেন না। কারণ ম্যাট লিপস্টিক ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে। তাই এই মৌসুমে চেষ্টা করুন গ্লসি লিপস্টিক ব্যবহার করার।
বেশি করে পানি পান করুন
এই দিনে ঠোঁট খুব দ্রুত রুক্ষ হয়ে যায়, তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি পান আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে রোদে বেরুনোর আগে ত্বকের মতো ঠোঁটেও ভেসলিন জাতীয় দ্রব্য ব্যবহার করুন।
নিয়মিত ঠোঁটের ডেডসেল পরিষ্কার করুন
ঠোঁটের যত্ন নিতে গোসলের সময় নরম কাপড় বা নরম তোয়ালে দিয়ে ঠোঁট ঘষে নিন। এতে ঠোঁটের নোংরাসহ ডেড সেল পরিষ্কার হয়ে যাবে।
অলিভ অয়েল ম্যাসাজ
রাতে শুতে যাওয়ার আগে কিছুক্ষণ অলিভ অয়েল দিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। পরদিন সকালে ঠোঁট পরিষ্কার করে নিন। এতে ঠোঁট নরম ও সুন্দর থাকে।
নারকেল তেল
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে ঠোঁটে নারকেল তেল ঠোঁটে লাগান। নারকেল তেল আপনার ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করবে। এবং আপনার ঠোঁটকে মলিন হওয়া থেকে রক্ষা করবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- যেসব কারণে ত্বক কালো হয়ে যায়
- মেরুদণ্ডের যত্ন নিন
- কাঁচা পেঁপে কাজে পাকা
- সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই
- বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়
- দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে কী হয়?
- মুখের কালো দাগ দূর করার সহজ উপায়
- গুণে ভরা লাল কলা
- দক্ষ কর্মীরা কেন প্রতিষ্ঠান ছেড়ে যায়?
- যে ১০ কারণে মানুষ ব্যর্থ হয়!