সুস্থ জীবনযাপনে বাধা, ডিমেনশিয়ার ভূমিকাই ৪০%
সুস্থ জীবনযাপনে বাধা, ডিমেনশিয়ার ভূমিকাই ৪০%
ডিমেনশিয়া বা মানসিক বৈকল্য খুব পরিচিত একটি শব্দ। এটি মূলত বার্ধক্যজনিত একটি পরিস্থিতি। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি প্রায়ই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, আবেগপ্রবণ হয়ে যান ও বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন না। তবে লাইফস্টাইল বা জীবনযাপনরীতি বদলিয়ে এই ডিমেনশিয়া বিলম্বিত করা সম্ভব, এমনকি প্রতিরোধও করা যায়।
ল্যান্সেট কমিশন ডিমেনশিয়া বিষয়ে সম্প্রতি এক প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে বলা হচ্ছে, অতিরিক্ত মদ্যপান, বায়ুদূষণ ও মস্তিষ্কজনিত আঘাতসহ প্রায় ১২টি ফ্যাক্টর থেকে দূরে থাকতে পারলে ডিমেনশিয়া বিলম্বিত বা প্রতিরোধ করা যায় প্রায় ৪০ শতাংশ।
বর্তমানে পৃথিবীতে প্রায় ৫০ মিলিয়ন মানুষ ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছে। যদিও এই পরিস্থিতির গ্রহণযোগ্য কোনো চিকিৎসা নেই। গবেষকরা স্বীকার করছেন, সুনির্দিষ্ট জিনগত কারণে কিছু মানুষের পক্ষে ডিমেনশিয়ার ঝুঁকি এড়ানো কঠিন।
এই গবেষণায় সম্পৃক্ত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রফেসর গিল লিভিংস্টোন বলেন, ডিমেনশিয়া প্রতিরোধযোগ্য। কিছু অভ্যাসের মাধ্যমে এই হার কমিয়ে আনা সম্ভব। সেটা আমরা জীবনের যে ধাপেই থাকি না কেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
আরও পড়ুন
জনপ্রিয়