ফুসফুসে ক্যানসারের কয়েকটি লক্ষণ
ফুসফুসে ক্যানসারের কয়েকটি লক্ষণ
বিশ্ব ক্যানসার দিবস আজ। ক্যানসার একটি দুরারোগ্য ব্যাধি, তাই এটি নিয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন। আগে থেকে বুঝতে পারলে ক্যানসার চিকিৎসায় সুফল পাওয়া যায়।
ফুসফুসের মতো সংবেদনশীল অঙ্গে ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে এর পূর্বলক্ষণগুলো চিনে রাখা উচিত।
কাশি: দীর্ঘ দিন ধরে কাশি হলে সেটা ঠাণ্ডার কারণে হতে পারে। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও কোনো কারণ ছাড়াই কাশি হতে দেখা যায়। প্রায় সারাবছর লেগে থাকতে পারে কাশির সমস্যা।
শ্বাসকষ্ট: ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যাও বাড়ে। কারণ, ক্যানসারের কারণে বন্ধ হয়ে যেতে শুরু করে শ্বাসপ্রশ্বাসের পথগুলো।
গলা ভেঙে যাওয়া: অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যা। এক্ষেত্রে গলার স্বর বদলে যায়। সব সময়েই গলা ভাঙা থাকে।
গায়ে ব্যথা: যে কোনও ধরনের ক্যানসারের ক্ষেত্রেই গায়ে ব্যথা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বিশেষ করে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হতে থাকে।
ক্লান্তি: ক্যানসারের অন্যতম উপসর্গ হলো ক্লান্তি। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়ে। কারণ শ্বাস নিতে কষ্ট হওয়ায় শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন
আরও পড়ুন
জনপ্রিয়